আমাদের কথা খুঁজে নিন

   

এবার সাংবিধানিক সংকট ঘনীভূত

মালদ্বীপে প্রেসিডেন্ট নির্বাচন দ্বিতীয় দফায় গড়ালেও দেশটির সুপ্রিমকোর্ট তা স্থগিত করেছেন। এতে দেশটিতে রাজনৈতিক সংকটের সঙ্গে সঙ্গে সাংবিধানিক সংকট ঘনীভূত হয়েছে। গতকাল দ্বিতীয় দফার প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা ছিল।

বিবিসি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, মালদ্বীপে শনিবার নতুন করে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে মোহাম্মদ নাশিদ সর্বোচ্চ ৪৬ দশমিক ৯৩ শতাংশ ভোট পেয়েছেন। কিন্তু নিয়ম অনুযায়ী ফলাফলে কোনো প্রার্থী এককভাবে ৫০ শতাংশের বেশি ভোট না পাওয়ায় দ্বিতীয় দফা ভোট অনুষ্ঠিত হবে। দ্বিতীয় দফার ভোটে নাশিদের প্রতিদ্বন্দ্বী আবদুল্লাহ ইয়ামেন। তিনি পেয়েছেন ২৯ দশমিক ৭৩ শতাংশ ভোট। নতুন করে নির্বাচনী প্রচারণার জন্য সময় চেয়ে দ্বিতীয় দফার ভোট বিলম্বিত করার আবেদন জানিয়েছেন ইয়ামেন। এর প্রেক্ষিতে গতকাল ভোরে দেশটির সুপ্রিম কোর্ট দ্বিতীয় দফার ভোট স্থগিত করার আদেশ দিয়েছেন। দেশটির সংবিধান অনুযায়ী ১১ নভেম্বরের মধ্যে মালদ্বীপে প্রেসিডেন্ট নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু দ্বিতীয় দফার নির্বাচন সুপ্রিম কোর্ট স্থগিত করায় সাংবিধানিক ও রাজনৈতিক সংকট ঘনীভূত হলো। দুইবারের প্রচেষ্টায়ও একজন প্রেসিডেন্ট বেছে নিতে ব্যর্থ হওয়ার পর তৃতীয়বার এই ভোটের আয়োজন করে মালদ্বীপ। এর মধ্যদিয়ে ভারত মহাসাগরীয় ক্ষুদ্র দ্বীপদেশটিতে ২১ মাসের রাজনৈতিক সংকট অবসানের আশা করা হচ্ছিল। মালদ্বীপের প্রথম অবাধ নির্বাচনে জয়ী নেতা মোহাম্মদ নাশিদ ২০১২ সালে এক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন। এরপর থেকেই দেশটিতে রাজনৈতিক অস্থিরতা চলে আসছে। গত সেপ্টেম্বরে অনুষ্ঠিত প্রথমবারের নির্বাচনের ফল সর্বোচ্চ আদালত বাতিল করার পর নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করা হয়। তবে ভোটার তালিকা নিয়ে জটিলতার জের ধরে ওই নির্বাচনও স্থগিত করে দেয় দেশটির পুলিশ। বিবিসি।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.