আমাদের কথা খুঁজে নিন

   

এবার ধ্বংসাবশেষ পাওয়ার দাবি ফ্রান্সের

অস্ট্রেলিয়া, চীনের পর এবার ফ্রান্সের দাবি নিখোঁজ মালয়েশিয়ান এয়ারলাইন্সের বিমানের ধ্বংসাবশেষের ছবি ধরা পড়েছে তাদের স্যাটেলাইটে। গতকাল নিয়মিত বিবৃতিতে এ কথা জানিয়েছেন মালয়েশিয়ার ভারপ্রাপ্ত পরিবহনমন্ত্রী হিশামুদ্দিন হুসেইন।

বিবৃতিতে তিনি বলেন, দক্ষিণ করিডরের কাছে এমএইচ-৩৭০ বিমানের ধ্বংসাবশেষ দেখা গেছে বলে দাবি করেছে ফ্রান্স। এদিকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবোট বেশ জোরের সঙ্গেই দাবি করেছেন, মালয়েশিয়ার নিখোঁজ বিমানের সন্ধান মিলেছে। দক্ষিণ ভারত মহাসাগরে যে দুটি বস্তু ভাসতে দেখা গেছে সেগুলো যে নিখোঁজ বিমানের তা অনেকটাই নিশ্চিত।

গতকাল পাপুয়া নিউগিসি সফরে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন অ্যাবোট। এদিকে অস্ট্রেলিয়ার স্যাটেলাইটে ধরা পড়া ছবির ভিত্তিতে চতুর্থ দিনের মতো গতকাল জোর কদমে তল্লাশি চালাচ্ছে অস্ট্রেলিয়াসহ একাধিক দেশের বিমান ও জাহাজ। অস্ট্রেলিয়া প্রশাসন জানিয়েছে, দক্ষিণ ভারত মহাসাগরের একটি অংশে কার্গো বক্সে টুকরো ও রং-বেরঙের বেল্ট দেখতে পাওয়া গেছে। মনে করা হচ্ছে সেগুলো ওই নিখোঁজ বিমানের।

উদ্ধার তৎপরতা বৃদ্ধি : নিখোঁজ মালয়েশীয় এমএইচ-৩৭০ বিমান উদ্ধারে তৎপরতা আরও জোরদার করেছে চীন।

এরই অংশ হিসেবে আন্তর্জাতিক উদ্ধার অভিযানে যোগ দিতে অস্ট্রেলিয়ার পার্থে দুটি সামরিক বিমান পাঠিয়েছে চীন। বিমান দুটি মালয়েশিয়া থেকে রওনা হবে এবং পুনরায় উত্তরে অনুসন্ধান কাজে অংশ নেবে। ইতোমধ্যে ছয়টি বিমান পার্থে অভিযান চালাচ্ছে।

 

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.