আমাদের কথা খুঁজে নিন

   

সন্দ্বীপে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, এমপিপ

আওয়ামী লীগ কর্মীর ওপর হামলার জের ধরে সন্দ্বীপ উপজেলায় আওয়ামী লীগ-বিএনপির মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ২০ জন আহত হয়েছেন। বিক্ষুব্ধ আওয়ামী লীগ কর্মীরা সংসদ সদস্যের গ্রামের বাড়ির মেহমানখানা ও গোয়ালঘরে ভাঙচুর করে। শনিবার ও রবিবার উপজেলার রহমতপুর ইউনিয়নের তালতলী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

গতকাল দুপুরের দিকে বিক্ষুব্ধ আওয়ামী লীগ কর্মীরা স্থানীয় সংসদ সদস্যের গ্রামের বাড়ির মেহমানখানা ও গোয়ালঘর পুড়িয়ে দেয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

সংসদ সদস্যের বাড়িতে অগি্নসংযোগের কথা অস্বীকার করে সন্দ্বীপ থানার ওসি গিয়াস উদ্দিন বলেন, স্থানীয় সংসদ সদস্য মোস্তাফা কামাল পাশার বাড়ির সামনে আওয়ামী লীগ-বিএনপির মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সংসদ সদস্যের ছেলে গুলিবিদ্ধ ও বেশ কয়েকজন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

আমাদের সন্দ্বীপ প্রতিনিধি জানান, শনিবার রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপি কর্মীরা আকবর হোসেন নামে এক আওয়ামী লীগ কর্মীকে মারধর করে। এর জের ধরে রাত থেকেই উভয় পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বলেন, আওয়ামী লীগ কর্মীরা বিএনপির সংসদ সদস্যের বাড়িতে হামলা চালায়। এ সময় আওয়ামী লীগ কর্মীরা সংসদ সদস্যের ঘর ভাঙচুর ও লুটপাট চালায়। তাদের হামলায় বিএনপির ১০ নেতা-কর্মী আহত হয়েছেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.