আমাদের কথা খুঁজে নিন

   

আমরা আন্দোলন করলাম কার বিরুদ্ধে???? সরকার না বেসরকারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে??????



প্রথম কথাঃ আমরা যারা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী আজ তাদের জন্য অনেক বড় খুশির দিন। কারণ আজ সরকার আমাদের টিউশন ফি এর উপর থেকে ভ্যাট প্রত্যাহার করে নিয়েছে। এই জন্য আমি নিজেও অনেক খুশি কারণ আমি নিজেও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এই চরম খুশির দিনে আমি বিভ্রান্ত হয়ে পরেছি সংবাদপত্রের একটি খবর পড়ে। প্রথম আলো পত্রিকায় লেখা দেখলাম যে আমাদের মহামান্য অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সাহেব বলেছেন যে; আমরা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের উপর এই ভ্যাট আরোপ করেছিলাম,কিন্তু তারা এটি ছাত্রদের উপর চাপিয়ে দিয়েছে।

তো সমস্ত ব্লগার ভাই দের কাছে প্রশ্ন,"আমরা কাদের বিরুদ্ধে আন্দোলন করলাম? সরকার না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ "। দ্বিতীয় কথাঃ বর্তমান দিনে একটি ভাল মানের বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়তে গেলে অভিভাবকদের পকেট থেকে প্রায় ৪৫০০০০ থেকে ৫৫০০০০ টাকা শুধুমাত্র টিউশন ফি বাবদ খরচ হয়। এবং প্রতি সেমিস্টারে এই টাকার পরিমাণ বাড়ছে। এরকম বিশাল অঙ্কের টাকা হাজার হাজার ছাত্র ছাত্রীদের থেকে নেয়া হচ্ছে। কিন্তু এই বিশাল অঙ্কের টাকা ব্যয় করে খুব সামান্য পরিমাণের সুযোগ সুবিধা ছাত্রছাত্রীরা পাচ্ছে,কিন্তু কর্তৃপক্ষের লাভের পরিমান দিনে দিনে বাড়ছে।

তাই আমি ব্যাক্তিগত ভাবে মনে করি যে সরকার বেসরকারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আয়ের উপর ভ্যাট প্রদান করতে পারে। এবং টিউশন ফি নির্ধারনের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উপর কিছু নীতিমালা আরোপ করতে পারে যাতে করে তারা তাদের নিজেদের ইচ্ছামত টিউশন ফি ছাত্রছাত্রীদের উপর চাপিয়ে দিতে না পারে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.