একজন ইউনুস খান বেঁচে থাকতে চান গণ মানুষের মৌলিক চাহিদা পূরণের আন্তরিক প্রচেষ্টা এবং উদ্যেগ গ্রহণের মাঝে।
সংবিধানের পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করে দেওয়া রায়ের পর মেজাজ খারাপ হওয়ার অনেকগুলো কারনের মাঝে একটা ছিলো জাতীয়তাবাদের পরিবর্তন।
মূলত আওয়ামীলীগের একান্ত ইচ্ছায়ই পঞ্চম সংশোধনী নিয়ে রিট/অবৈধ ঘোষণা সবকিছু হয়েছিলো। কিন্তু মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি দাবি করা আওয়ামীলীগের জাতীয়তাবাদ ভাবনা নিয়ে সবসময় মনের ভিতর বিভ্রান্তি তৈরী হতো। দেশপ্রেমিক দাবি করা একটা দল কিভাবে নিজেদের জাতীয়তাবাদ সমগ্র বাঙালীর সাথে মিলিয়ে ফেলতে চায় বুঝিনা।
আমরা বাংলাদেশী। ৩০ লাখ শহীদের রক্ত আর ৩ লাখ মা-বোনের ইজ্জতের বিনিময়ে পেয়েছি আমার দেশ...... আমার মাতৃভূমি....... আমার মা........ বাংলাদেশ। তাই বিশ্ববাসীর কাছে নিজেকে একজন বাংলাদেশী বলেই পরিচয় দিতে চাই এবং পরিচয় দিয়ে গর্ববোধ করি।
সেই জন্য আপিল বিভাগকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপিল বিভাগ বলেছেন - বাঙালি নয়, জাতীয়তাবাদ হবে বাংলাদেশি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।