আমাদের কথা খুঁজে নিন

   

মামা ভাইগ্না-কে নিয়া হালাল-হারাম সংক্রান্ত একখান চরম+এক্সক্লুসিভ জুকস্.... (টিচারের কাছে শোনা...)

এই পৃথিবীতে শুধুমাত্র দুই রকমের মানুষ আছে। ভালো মানুষ যারা ভালো কাজ করে। আর খারাপ মানুষ যারা খারাপ কাজ করে। এটাই মানুষদের মধ্যে একমাত্র পার্থক্য। আর কোন পার্থক্য নেই... আমি ভাল মানুষ...☺☺☺

ভাইগ্না থাকে তার মামার বাড়িতে।

মামা খুব নামাজী ব্যক্তি। তো একদিন মামা'র এক প্রতিবেশীর একখান মূরগী হারায়া গেল। মূরগীটা খুইজা পাইলো ভাইগ্না। নাদুস-নুদুস মূরগীটারে দেইখ্যা ভাইগ্নার খুব লোভ লাগলো। ফেরত দিতে আর ইচ্ছা করলোনা।

আবার খাইতেও মন চাইলো না। কারণ, মূরগীটাকে এই অবস্থায় খাওয়া চুরি করারই শামিল। মূরগীটা তার জন্য হারাম হবে। কারণ, সে জাইনা শুইনা পাশের বাড়িতে না জানায়া মূরগীটারে খাইতেছে। তো ভাইগ্না ব্যাপক কনফিউজড্ হয়া মামার কাছে গেল।

মামারে সব খুইল্যা কওনের পর মামা একটু সময় চোখ বন্ধ কইরা সমস্যাটারে নিয়া ভাবলো। তারপরে চোখ খুইল্যা সমাধান দিল। মামা: ভাইগ্না, তুই একটা বিরাট সমস্যায় পড়ছোস। মূরগীটা তোর জইন্য হারাম হবে। তয় আমি তোরে একখান সমাধান দিবার পারি।

ভাইগ্না: তাই নাকি মামা! তাড়াতাড়ি কও... মামা: তুই মূরগীটারে লয়া বাসার ছাদে যাবি। তারপরে তিনবার কইবি, "মূরগী কার?" যদি কেউ না আহে তাইলে তুই ঐটা রান্না কইরা খাইবি। তোর লিগা মূরগীখান হালাল হয়া যাইবো... ভাইগ্না: মাথা খারাপ নিহি মামা! আমি একবার কইলেইতো পাশের বাসা থিকা মূরগী দেইখ্যা আইসা লয়া যাইবো। তখন মূরগী খামু কেমনে??? মামা: তাইলে এক কাম কর। "মূরগী" কথাটা কইবি জোরে কইরা আর "কার" কথাটা কইবি আস্তে কইরা... ভাইগ্না খুব খুশি হয়া মামার কথামতো কাজ করলো।

কেউ ই মুরগী নিতে আসলো না। তখন ভাইগ্না খুব মজা কইরা মূরগীটারে রানলো... তো খাওনের টেবিলে রান্না করা মূরগীটারে রাইখা ভাইগ্না মজা মাইরা খাইতে লাগলো। মামারেও খাইতে কইলো কিন্তু মামা রাজি হইলোনা। এতোকিছুর পরেও মামার মনে হইতে লাগলো মূরগীটা আসলে হালাল হয়নাই। আবার ভাইগ্নারে মজা মাইরা খাইতে দেইখ্যা তারও লোভ লাগলো।

তাই সে একটা ফন্দি আটলো। ভাইগ্নারে বললো... মামা: ভাইগ্না, তুই যে মূরগীটা রানছোস; এর মইদ্যে যে পানি দিছোস তাতো আমার বাসা থিকা নেওয়া। তাই না? ভাইগ্না: হ মামা। মামা: তুই এইর মইদ্যে যে মশলা দিছোস। সেইটাওতো আমার বাসার... নাকি??? ভাইগ্না: হ মামা।

তোমার বাসার। মামা: তাইলেতো মূরগীর ঝোল আমার লিগা হালাল। আমি খাইতে পারি... তুই এক কাম কর। আমারে একটু ঝোলই দে... ভাইগ্না এই কথা শুইনা চামচ দিয়া মামারে ঝোল দিতে গেল। সেইটা দেইখা মামায় কইলো, "আরে চামচ দিয়া দিস না! পাতিল থিকা ঢাইল্যা দে।

" ভাইগ্না এই কথা শুইনা কইলো, "কিন্তু মামা, ঢাইল্যা দিলেতো ঝোলের লগে মাংস্ও পড়বো। " এই কথা শুইনা মামায় কইলো, "হালালের টানে যা যা আইবো তার সবই হালাল হয়া যাইবো..." ========================================= ঘরের অপ্রয়োজনীয় সব লাইট ফ্যান বন্ধ আছেতো? কোথাও কোন কল ছাড়া নেইতো?? একবার একটু চেক করে দেখুন না... বিদ্যুৎ এবং পানি সাশ্রয় করুন... দেশটাতো আমাদেরই। এই দেশটাকে বদলাতে হবেই। আমরা বদলাবো একে...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।