পৃথিবীর কাছে তুমি হয়তো কিছুই নও, কিন্তু কারও কাছে তুমিই তার পৃথিবী"
মোহাম্মদ সাইদুল ইসলাম
আষাঢ় মাসে বাদল নামে মিষ্টি মধুর সুরে,
কুমীর-কুমীর খেলে যেথা ঐ তো খানিক দূরে ।
ঐ ডোবাতে জল ভরেছে বাদল গেছে টুটিয়া,
সেলিম-কবীর আয় শেফালী আয়রে ছুটিয়া ।
কলা গাছে কাটব খোল গাঁথব পালের নাও,
আনরে রফিক মোটা খড়ি দেরে সফিক ‘দাও‘।
মায়ের ছেঁড়া কাপড় কেটে আন্রে বুলবুলি,
বাদাম তুলে দেব আমি, আয় তোরা সব খেলি ।
থাম ছোটন, আর কেদোঁ না দিচ্ছি এই বানিয়ে,
কাগজ দিয়ে রঙ্গিলা নাও দিচ্ছি দেখ ভাসিয়ে ।
পবন-বৈঠা নেড়ে নৌকা ভাসছে আপন মনে ,
দূর দেশে ঐ যাচ্ছে বণিক থামছে ক্ষণে ক্ষণে ।
কা‘রোর নাও চলছে আগে কা‘রোর নাও পিছে,
তাই নিয়ে আজ হৈ পড়েছে ঐ ডোবারই কাছে,
কালি সাঁঝের মেঘ করিল দম্কা হাওয়া জুড়ে,
শিশুরা সব নৌকা ফেলে ফিরল আপন ঘরে ।
সারা নিশির বৃষ্টিতে সব অকূলে ভাসাইল ,
খোল-কাগজের নৌকাগুলি আবার বানাইল ।
নিত্য এমন খেলে শিশু, খেলার কি হয় মানে ?
এসব খেলার আনন্দটা যে খেলে সেই জানে ।
রচনাকাল ঃ
১৫/০৮/১৯৯৪ খৃঃ
সোম বার , রাতঃ ১১টা ।
স্থানঃ
নিজ বাড়ি, টেংগুরিয়া পাড়া
বাসাইল, টাংগাইল ।
[ বিঃ দ্রঃ এ কবিতার প্রতিটা লাইনে ১৭ টা করে অক্ষর রয়েছে। ]
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।