আমাদের কথা খুঁজে নিন

   

বিদ্যুৎ বিড়ম্বনা (মূল- রবীন্দ্রনাথের আষাঢ়)

আমি পথ মঞ্জরী ফুটেছি আঁধার রাতে

মেইন মিটার খানে কোন অভিমানে পাল্‌স লাইট নাহি জ্বলেরে ওগো চেয়ে দেখ তোরা ফ্যানখানা নাহি চলেরে। বন্ধ মোটর পানি নাহি ওঠে বাথরুমে যাওয়া উঠিয়াছে লাটে কত ঘন্টা কাটিয়া গিয়াছে বিদ্যুৎ পানে চাহিরে ওগো আজ সিনান করার বাসনা রাখিতে নাহিরে। ওই দেখ দেখ পালস জ্বলিয়াছে কারেন্ট এসেছে বুঝিরে বালতি গামলা পানি রাখিবার তরে খুঁজিরে। গ্রীষ্মের তাপ গায়ে এসে লাগে ফ্যান খানা দাও বাড়ায়ে একি হল হায় কারেন্ট গিয়াছে হারায়ে! টর্চখানা জ্বেলে ওরে দেখ দেখি চার্জার খানা কোথা রাখিয়াছি ছেলের পড়াটা বন্ধ হয়েছে আজিরে পরীক্ষার তার বারটা গিয়াছে বাজিরে। (সংক্ষেপিত)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.