কানাকে কানা, খোঁড়াকে খোঁড়া বলিও না, ইহাতে উহারা কষ্ট পায়
সকাল থেকে টুপটাপ, কখনো জোরে কখনো ধীরে
নিয়াজ মোহাম্মাদ চৌধুরীর গাওয়া এই গানটি সবার জন্য
আশা করি ভাল লাগবে।
আজ এই বৃষ্টির কান্না দেখে মনে পড়ল তোমায়,
অশ্রু ভরা দু'টি চোখ তুমি ব্যথার কাজল মেখে লুকিয়েছিলে ঐ মুখ\
বেদনাকে সাথী করে পাখা মেলে দিয়েছো তুমি
কতদুরে যাবে বল তোমার পথের সাথী হবো আমি
আজ এই বৃষ্টির কান্না দেখে মনে পড়ল তোমায়।
একাকীনি আছো বসে কত দুরে গিয়েছো তুমি
কোন দুরে যাব বলো, তোমার চলার সাথী হবো আমি
আজ এই বৃষ্টির কান্না দেখে মনে পড়ল তোমায়,
অশ্রু ভরা দু'টি চোখ তুমি ব্যথার কাজল মেখে লুকিয়েছিলে ঐ মুখ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।