জঙ্গলের বাসিন্দাদের আরও কিছু ছবি রয়ে গেছে। লেখার মত কিছু পাচ্ছি না যখন, এগুলোই দেখাই।
১. প্রথমেই হাম্বাআআআআআআআআআআ।
২. এই পাখিটাকে মাঝে মাঝেই বাড়ির পেছনে দেখা যায়। নাম কানা কুবো।
(নামটা জানানোর জন্য গডফাদার০২ কে ধন্যবাদ। )
৩. মাঝে মাঝে এর সঙ্গীকেও সাথে ঘুরতে দেখা যায়।
৪. ছিমছাম সুন্দর একটা পুকুর। একটু দূরেই দুইটা রাজহাঁস দাঁড়িয়ে ছিল। অনেকক্ষণ ধরে অপেক্ষা করেছি কখন তারা এই পুকুরে নামে জলকেলি করতে।
৫. হতচ্ছাড়া রাজহাঁস দুটোর রুচিজ্ঞানে রীতিমত মর্মাহত হলাম। এত সুন্দর পুকুরটা রেখে তারা রাস্তার পাশে জমে থাকা প্যাঁকের মধ্যে প্যাঁককেলি করতেই ব্যস্ত থাকল। এক সময় ঘুমিয়েও পড়ল।
৬. ভয়ংকর দর্শন নিরীহ প্রাণী। নিরীহ হলেও ঘাড়তেড়া আছে।
তার চাঁদ বদন যেন দেখতে না হয় সেজন্য এত করে ভাগানোর চেষ্টা করলাম। সে গ্যাঁট হয়ে বসেই রইল।
৭. এই প্রাণীটাকেও বিশেষ একটা পছন্দ হয় না, তবে উড়ন্ত পোকামাকড় খেয়ে সে আমার উপকারই করে। শুধু রাগ লাগে যখন জোনাকীও খেয়ে ফেলে।
৮. এই প্রাণীটা পৃথিবীতে না থাকলে কী অসুবিধা ছিল?
৯. এই ছবিটা আগেও দিয়েছিলাম।
একলা একলা দাঁড়িয়ে ছিল গাছটা। চার মাস আগের তোলা।
১০. এবার ঐ একই জায়গার আরেকটা ছবি। দুই সপ্তাহ আগের তোলা। গাছটা আর একলা নেই।
কাউকে যেন আর একলা থাকতে না হয়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।