শুকতারা তবু "আঁধার ফুরাবে" আশ্বাস দিয়ে যায়...
সব মেঘের জন্ম-ইতিহাস আমার জানা নেই.. সে কি সম্ভব!
আমার ছোট্ট উঠোনে বৃষ্টি এলে; ভিজতে পারি বড়জোর,
বড়জোর পলকা হাওয়ায়
ছেড়ে দেই; গুটিকয় দীর্ঘশ্বাস।
জানোতো আমার দুর্বলতা- নিজের চতুর্পাশে
অনুভুতির নরম পরতা ঘিরে
অসহ্য কঠিন নিস্পৃহতার খোলস...
যা ভেঙ্গে আমার আমাকে
পড়তে পারেনা কেউ...
প্রিয়তা...
জানিনা কি ভাবছো?
কি ভেবেছো?
তোমার মিথ্যেকে ঘিরে সত্যের মত কিছু মিথ্যের মোড়ক
কিভাবে সত্যিই সত্য হয়ে গেলো,
মিথ্যের আনাড়ি সওদাগরিতে
আমার চালানের কিছু মিথ্যেরা
মিথ্যে হয়ে গিয়ে
নিজেদের সত্যের দলে ভেড়ালো,
আর মধ্য-দুপুরে সূর্যাস্তের মত বিস্ময় এঁকে-
প্রিয়তা-
কি হলো তোমার?
বুকের কোথাও এখন টনটন করছে অদৃশ্য ব্যথা,
চোখের কোথাও কিছু শূণ্যতা; আঁকিবুকি খেলছে
খুব কাঁচা কিছু স্বপ্নের নখরে...
যা-ই বোঝ, ভয় হয়- ভুল বোঝনিতো?
বিশ্বাস
কর বা না কর- প্রিয়তা,
বিক্রি হয়ে গেছি আমি
বিক্রি হয়ে গেছে; বিক্রিত আমার পুরোটা...
ভালোবাসা শোন...
শোন, সুন্দর...
প্রিয়তা... আমার সুন্দর ভালোবাসা...
অনেক হয়েছে খেলা, এইবেলা; অবহেলা ফেলে
আড়ালের যত ব্যথা, যত ঘৃণা, যত বিষ
সব ঝেড়ে ফেলে,
এসো ছোঁও এই ঠোঁট, এই চোখ, এই পাজরের ক্ষত
লীন হও, মিশে যাও, খুড়ে খাও এই বুক;
এই বুকে প্রেম আছে যত...
প্রিয়তা.. প্রিয়তা.... প্রিয়তা......
এসো, সমুদ্র হও,
আমাকে প্লাবিত কর, তোমার জলে...
তোমার প্রেমে... দ্বিধা ভোলো,
নাও নিঃশেষে টেনে- তোমার অধরে, তোমার গভীরে..
একটাই জীবন প্রিয়তা, হাতে সময় বড় কম...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।