গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।
আমি ভুলে গেছি
আমার গাঁয়ের শাপলা-শালুক
বাউল-ভাটিয়ালী আর
শ্যামল রূপের কথা।
আমি ভুলে গেছি
আমার গাঁয়ের মানুষগুলোর
সুখ-দুঃখ গাঁথা।
আমি ভুলে গেছি সেই সুর
কিষাণ বধূর চূড়ির শব্দে বাজত সুমধুর।
পায়ে নুপুর, নাকে নোলক
ঘোমটা টানা মুখে।
সবুজ বাংলার রূপ ছড়াত সে
কাজল আঁকা চোখে।
সেই বধূটিও হারিয়ে গেছে
শহরঘেরা ব্যস্ত দিনের ভীড়ে।
যে মেয়েটি চপল পায়ে
হরিণতালে ছন্দ তোলে
বনফুলের মায়ার জালে
আমার মনটা জড়িয়েছিল
নিজের মনের সাথে।
সেই মেয়েটাও হারিয়ে গেছে
অথৈ স্মৃতির ভীড়ে।
ভুলতে চাইনি তবু ভুলে গেছি
সেইসব দিনের কথা।
রাখালিয়া বাঁশীর সুর
জারি-সারি আর
দাদীর মুখের রূপকথা।
মাঝি-মাল্লা, রূপ-সায়র আর
ধান-কাউনের তীরে
স্মৃতির টোপে সুখ ছড়িয়ে
জড়িয়ে আছে আমার শৈশবগাঁথা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।