আমাদের কথা খুঁজে নিন

   

টয়লেট সাহিত্য



সাহিত্যের কোন শেষ নেই। বিভিন্ন বিষয়কে সামনে রেখে সাহিত্য অতীতে রচিত হয়েছে, বর্তমানে হচ্ছে এবং ভবিষ্যতে হবে। এসব বিষয়গুলোর মধ্যে প্রেম-ভালবাসা নিয়েই বেশি সাহিত্য রচিত হয়েছে বলে আমার কাছে মনে হয়। আবার বিষয় ছাড়াও স্থান ভেদে সাহিত্যের পরিচয়ও হয়ে থাকে। যাহোক আমি যে বিষয় নিয়ে লিখব তা হল টয়লেট সাহিত্য।

টয়লেট মানুষের জন্য নিত্য প্রয়োজনীয় ও প্রাকৃতিক বিষয় তাই মানবিক গুনাবলী সম্পন্ন ওই জায়গায় যেতে হয়। এই পর্যন্ত পড়ার পর মনে হতে পারে এর মধ্যে সাহিত্যের কি হল। সাধারণত বাসাবাড়ির টয়লেটে ভিতরে বা বাইরে কিছু লেখা না থাকলেও পাবলিক টয়লেটগুলোর দরজা থেকে শুরু করে টয়লেটের ভিতর বিভিন্ন কথা লেখা থাকে আপনারা হয়ত দেখে থাকবেন। আমার দেখা কিছু লেখা শেয়ার করা এবং এধরনের লেখা একত্র করার ইচ্ছা থেকেই এ ধরনের লেখার প্রয়াস। {(আপনি আপনার দেখা এ ধরনের কথা শেয়ার করতে পারেন।

) (পারলে ছবিসহ)} সাধারণত এই কথাটি প্রায় সকল টয়লেটেই লেখা থাকে ‍‌"টয়লেট ব্যবহারের পর প্রচুর পরিমান পানি ঢালুন। " মজা করার জন্য লেখা থাকে সামনে তাকা, ডাইনে তাকা, বামে তাকা, পেছনে তাকা, উপরে তাকা এভাবে সবদিকে তাকানোর পর উপরে লেখা থাকা শালা এততাকাতাকি করবি তো হাগবি কখন। এর পর লেখা থাকে "শোন হে জ্ঞানী হাগিয়া ঢালিও পানি। " "শুন হে ভদ্র হাগিও দেখিয়া ছিদ্র। " ‍"গার্লফ্রেন্ড/ বয়ফ্রেন্ড চাই (মোবাইল নং দেয়া থাকে)" "....................(বিশেষ কাজ) করতে চাইলে .০০০০০০০০০এই নাম্বারে যোগাযোগ করুন।

এসকল কথা ছাড়া বিভ্ন্ন ধরনের ছবি আকানো থাকে যার বেশির ভাগই অশ্লীল বলা চলে। এর মধ্যে নগ্ন নারীর শরীরের ছবিই বেশি। আর কি কি যে দেখেছি এই মূহূর্তে মনে নেই আপনার মনে থাকলে লিখুন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।