আমাদের কথা খুঁজে নিন

   

টয়লেট সমাচার

মাঝে মাঝে নি:সঙ্গতা গ্রাস করে আমায়, জীবনের মানে খোঁজা তখন আমাকেই মানায়

******************************************************************** সেদিন এক মার্কেটে গিয়ে টয়লেটে গেলাম (as usual )। বের হয়ে দেখি টাকা দিতে হবে। বড়টার জন্য দুই টাকা, ছোটটা এক টাকা!! কি আজিব সিস্টেম! যা হোক টাকা দিলাম (ছোট)। পাশেই দেখি আরেক লোক মুখ চেপে হাসতেছে। কৌতূহল হল। জিজ্ঞেস করলাম, 'কি হয়েছে ভাই? হাসেন কেন?' : আমি দুই টাকা দিছি। : তো??!!! : (ফিস ফিস করে) আমি তো দুইটাই করছি। ব্যাটা বুঝে নাই... বলদ!! ******************************************************************** সকাল বেলা গান গাইতেছি...... " আমি একদিন তোমায় না দেখিলে, তোমার.........." তারপর, " তুমি এসেছিলে পরশু, কাল কেন আসনি........" "আসি আসি করে তবু আর এলে না........" হঠাৎ দেখি আম্মা পাশে দাড়িয়ে নিঃশব্দে হাসতেছে। তাই দেখে আমি লজ্জা পেয়ে গেলাম। আম্মা আমাকে ভুল বুঝল!!(ছেলে বড় হইছে) আরে আমার দুইদিন ধরে টয়লেট হয়না সেই দুঃখে বাঁচিনা, পিরিতের টাইম আছে....! ******************************************************************** ঃ মা- আ আ আ..... আম্মা আ আ........ ঃ কি হইছে? চেচাচ্ছিস কেন? ঃ তো কি করব? আমি শেষ.... ঃ কি বলতেছিস এগুলো...... ঃ এই বয়সে ডায়াবেটিক হইলে শেষ হব না তো কি...... ঃ কি বলতেছিস আজেবাজে কথা....... ডায়াবেটিক হবে কেন..... ঃ তাহলে আর বলছি কি..... সকালে ঘুম থেকে উঠেই টয়লেটে গেছিলাম..... এখন দেখি... ইয়ে কমোটের উপর পিপড়া.... ঃ আরে গাধা, তোর পরে তো তোর বাবাও গেছিল...... ঃ ধ্যাৎৎ..... আগে বলবা তো... ভাগ্যিস ভাল আব্বা গেছিল....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।