আমাদের কথা খুঁজে নিন

   

রাতের বৃষ্টিকে আমি ভালবাসি.......

অন্তরালের মানুষ

ছাত্রজীবনের শুরু হতেই রাত জাগা অভ্যাসে পরিনত হয়ে গ্যাছে। বিশ্ববিদ্যালয় জীবনে হলের জীবন যেন সে পুরোনো অভ্যাসের হালে পানির যোগান দিয়েছে। এখন রাত জাগা পাখি আমি। রাত যত বাড়ে আমার ঘুম ও তত দূরে পালায়। ব্লগে লেখালেখির অভ্যাস কখনও আমাকে টানেনী।

তবে আজই প্রথম ব্লগে কিছু একটা লিখলাম। রাতের বৃষ্টিকে আমি অনেক ভালোবাসি। ঢাকার বাইরে বন্যায় তলিয়ে যাচ্ছে, রেকর্ড পরিমান বৃষ্টি হচ্ছে এমন খবরে ইদানিং কিছুটা বিচলিত হই। কোথায় আমাদের অপ্রিয় সুন্দর নগরী ঢাকা তে তো বৃষ্টির ছিটেফোটা ও নেই। মাঝে মাঝে নিধিরাম সর্দাদের মত একটু রাগডাক তারপর আবার শান্ত।

কিন্তু বৃষ্টিকে তো আর খুজে পাইনা। আজ যখন ব্লগ লিখছি তখন দু'এক ফোটা বৃষ্টি পড়ছে বাইরে। পাশের টিনশেড ঘরের চালায় বৃষ্টির শব্দ শুনে ছুটে গেলাম। আমাকে দেখে মনে হয় লজ্জা পেয়ে বৃষ্টি পালাল। এখনও মাঝরাতে তোমার জন্য অপেক্ষায় থাকি লজ্জাবতি।

!!!!!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।