যেন এ এক পুরান খেলা । ধুলো ওড়ে, মাটির পথে।জেনো তুমি,আমি হাটি এই পথে
খামখেয়ালীপনা নাকি নিছক শখ তোমার
বুঝার উপায় নেই ;
এই শহরের সবচেয়ে উঁচু দালানের ছাদে দাঁড়িয়ে
তোমার টাকা ওড়ানোর খেলায়,
বসতভিটাহীন উপকূলের মানুষ সব কাঁদে,
চোখের জল মাটিতে মিশে,
মাটি কি পারে ভার সইতে?
অন্ন খুঁজে হন্যে হয়ে,
শীতাতপে তোমার বক্তৃতায়,
গা শিওরে যায়।
অথচ দাঁড়ালেনা
বসতভিটাহীন এইসব মানুষের পাশে,
সাদা পাঞ্জাবিটাতে কাদা লেগে যাবে বলে ।
ফরয আদায়ে ব্যস্ত,কপালে তোমার কালো দাগ;
তুমিও
ধর্মের দোহাই,
বদ নসিব,
জালেমের শিক্ষা,
মুখ খিচিয়ে বললে নির্দ্বিধায়।
আর উড়িয়ে দিলে
না খেয়ে থাকা এইসব মুখগুলুকে ।
তোমার রূপ দেখে নিঃশব্দে নিস্তব্ধ হয়ে,
একা একা প্রেতাত্ত্বা খুঁজি প্রিয় এই উপকূলে ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।