নিজের মাঝেই আমি নিজে যেন হারিয়ে যাই বারবার।
বাড়ী যাব আজ। অনেক বছর পর, আজ গ্রামের বাড়ী যাব, তাও আবার এক ফুফাতো ভাই এর বিয়ে উপলক্ষে, শেষ কবে বাড়ী গিয়েছিলাম তা মনে নেই।
তবে গ্রামে যাবার পরের একটি ঘটনা আমার আজীবন মনে থাকবে। ১৯৯৫ সালের মার্চ মাসের সেই দিনটি।
৬ই মার্চ। আমার মায়ের মৃত্যুর দিনটি। ঈদ করার জন্য গিয়েছিলাম বাড়ীতে, কিন্তু আমার মাকে কবর দিয়ে আসলাম। সেবার গেলাম মায়ের সাথে আসলাম মা’কে ছাড়া। প্রায় চার বছর পরে একবার যাই, এরপরে কবে গিয়েছে তা আর মনে নেই।
আজ রাতে আবার যাব। হয়তো মায়ের কবরটা একবার দেখার সুযোগ হবে এই সুবাদে।
আমার যাবার সাথে আরেকটা মজার বিষয় হল লঞ্চে ভ্রমন, গাড়ীতে যাবার ব্যবস্থা থাকলেও আমি লঞ্চে যাতায়ার করবো। রাতে উঠবো, সকালে নেমে সারাদিন থাকবো, আবার রাতে উঠবো, পরদিন সকালে অফিসে আসবো।
আসার পর আপনাদেরকে জানাব কেমন মজা করলাম।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।