I'm searching that I've lost...
আপনাদের অনেকের মত আমার নানা বাড়ীও গ্রামে। মাস তিনেক আগে বেড়াতে গিয়েছিলাম।
ভুল বলেছি। বেড়াতে নয়, আমার নানাকে রেখে আসতে গিয়েছিলাম। সাথে ক্যামেরা ছিল।
সর্ব শেষ ছবিটায় যে জায়গাটা দেখবেন আমার নানা ওখানে থাকেন।
সম্প্রতি একদিন দেখি আমার ঢাকার বাসায় নানা হাজির।
আমাকে অবাক হতে দেখে অভয় দিলেন- তোকে দেখতে এসেছি।
ভাল আছেন আপনি?
হুম।
তোর এখানে তো বেশ গরম।
পাখা দেতো তোকে বাতাস করি। তোরা থাকিস কি করে।
আমাদের কস্ট হয় না নানা।
থাক, পরে আবার আসব। আর শোন ঠিকমতো খাওয়া করবি।
তোর তো অবার জন্ডিস আসে। বেশি বেশী পানি খাবি বুঝলি।
জি নানা খাব। ।
নানার কথামতো পানি খাওয়া হয় না।
মনে থাকে না। ।
হয়তো শীঘ্রই নানা আবার আসবেন পানি না খাওয়ার জন্য বকা দিতে । ।
এক গ্লাস পানি খেয়ে আসি।
আপনারা ততক্ষনে আমার নানার বাড়ী থেকে ঘুরে আসুন। । । ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।