শুনেছি নক্ষত্রের খুব কাছেই নাকি
বাড়ী বানিয়েছো তুমি?
ব্যাপারটা ভাবতেই দারুন লাগছে আমার।
এতকাল জেনে এসেছি...
মানুষের বাড়ী হয় ইট,কাঠ আর পাথরের।
তুমি বললে তোমার বাড়ী অন্যরকম।
তোমার বাড়ীর চারিধার কবিতায় মোড়ানো।
ঘরগুলো সব সাজিয়েছো
সুনিপুন চিত্রকরদের দিয়ে-----
জলরং এ।
ঝুলানো বারান্দা আর বিরাট ছাদ জুড়ে
দারুন সব পাতাবাহার।
শুনে আমার মুগ্ধতার কোনো সীমা ছিলোনা।
নক্ষত্রের পাশে এমন বাড়ীই তো মানায়।
বলতে পারছিনা কবে
তবে সহসাই একদিন ঘুরতে আসবো
তোমার বাড়ী।
কবিতা ভালোবাসি বলে
বাড়ীর সীমানায় দাঁড়িয়েই
কেটে যাবে বহুসময়-------
হয়তো কখনো ঘরে আসাই হবেনা আমার।
কবিতা শেষ না হলে আসবো কি করে?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।