আমাদের কথা খুঁজে নিন

   

দ্বন্দ্ব।



এই নদীটা যদি আমার চোখের জলে ভরতে চাই তবে কতটা সময় লাগবে বলতে পারো..? আমি ততদিন তোমার অপেক্ষায় থাকবো... সত্যি দেখো এ কথার একটুও নড়চড় হবেনা....প্লিজ, আমাকে ভুলে যেওনা... ঠিক এরকমই ছিলো তরুদার সাথে রুপার শেষ কথা। যতদুর মনে পড়ে তরুদার বিদেশ থেকে আর ফেরেনি। আমার অবশ্য ফোনে কয়েকবার কথা হয়েছিলো। প্রথম প্রথম তরুদাকে একটু বিষণ্ণ মনে হত কিন্ত বেশিদিন স্হায়ী হয়নি। সবচেয়ে অবাক হয়েছিলাম যে কয়েকবার কথা হয়েছিল তরুদা একবারও রুপার কথা জানতে চাইনি।

আমি একবার জিজ্ঞেস করেছিলাম, তরুদা রুপার কথা একটুও বলোনা যে! মনে পড়েনা ওকে? উত্তরটা শোনার জন্য একটুও প্রস্তুত ছিলামনা। কি অবলীলায় বলতে পেরেছিলো কী লাভ বল ! তুই আছিস দেখেশুনে রাখিস। আমি এক প্রকার অভিমান করেই যোগাযোগ রাখিনি তরুদার সাথে। রুপা আমাদের খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলো। তরুদা পড়তো দু'ক্লাস উপরে।

আমি যেদিন জানতে পারি তরুদা রুপাকে খুব পছন্দ করে কি যে ভীষন আনন্দ পেয়েছিলাম বোঝাতে পারবনা। সম্ভবত: ক্যান্টিনে বসে আমরা তখন, ক্লাস ফাঁকি দিয়ে চলছে তুমুল আড্ডা। তরুদার কথা শুনে দৌড়ে ক্লাসে বসলাম। আমার দিব্যি মনে পড়ে রুপার খাতা কেড়ে নিয়ে লিখেছিলাম "রুপা + তরু"। কি অবাকই না হয়েছিলো রুপা।

ওর চোখ দেখেই তখন বুঝেছিলাম আজ ওর সম্ভবত সবচেয়ে সুখের দিন। এরপর সবকিছু খুব দ্রুত ঘটতে লাগলো। তরুদা ভালো একটা চাকরী পেলো। আমাদের পড়াও প্রায় শেষ হয়ে এলো। আর রুপার বাড়ি থেকে শুরু হলো বিয়ের কথা।

আমি যেদিন এই সিরিয়াস ব্যাপারটা নিয়ে কথা বলতে গিয়েছিলাম তরুদার সাথে সেদিন বুঝেছিলাম তরুদা আমাদের মাঝে আর বেশিদিন নেই। তরুদা চলে যাচ্ছে ইউরোপ। দুই বছরের চুক্তি। মনটা একটু কেমন কেমন করেছিল সেদিন। রুপার কথাটা না বলেই চলে এসেছিলাম।

তারপরতো যা হবার তাই। তরুদা চলে গেলো। আমাদের বৃত্তটা ছোট হয়ে এলো। রুপার কষ্টটা আমাকে অপরাধী করে দিত প্রায়ই। আমি পালাবার জায়গা খুঁজতাম।

শেষমেষ ছোট একটা চাকরী নিয়ে মফস্বল শহর থেকে চলে এলাম ঢাকায়। শুরু হলো নতুন করে বেঁচে থাকার চেষ্টা। কিছুদিন খুউব মনে পড়তো সবাইকে। রুপার জন্য মনটা ছটফট করতো। তবু ভুলে গেলাম, বেমালুম ভুলে গেলাম তরুদার অভাব, রপার কথা! (চলবে....)


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।