আমাদের কথা খুঁজে নিন

   

দ্বন্দ্ব

নিজেকে হয় নাই চেনা

দ্বন্দ্ব আমি দ্বন্দ আমি সম্ভাবনার দুয়ার করি বন্ধ আমি জাগ্রতেরও চোখ রাখি বন্ধ সত্য ও মিথ্যার মিশ্রনই আমার উৎস আমি অন্ধ আমি ঘৃনা আমি হিংসা আমি মিথ্যা আমি সত্য আমি উত্তপ্ত আমি দগ্ধ আমি নিম্ন আমি স্লেষ আমি স্তব্ধ আমি চিন্তক কে করি অন্ধ আমি মানবতাকে করি ভোতা আমি বিবেক কে করি স্তব্ধ আমি রক্ত ঝরিয়ে করি নেশা আমার চিন্তা পক্ষপাত দুষ্ট মগজ ধোলাই আমার পেশা আমি মানবতা কে করি পিষ্ট   বিঃদ্রঃ- লেখক এই লেখাকে কবিতা বা ছড়া বলিয়া দাবী করেন নাই, তাই কাব্যসমালোচক গন কাব্য বা সাহিত্য সম্পর্কিত ভুলত্রুটি দেখিয়া মাইন্ড খাইলে লেখক দায়ী নন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।