এভাবেই হ্য়ত হয়ে যাবে কোনদিন
শেষদেখা ;
চোখের অদেখায় ধুলোময় আমার
সময়ের কোলে পড়বেনা আর তোমার
মনের আচড়,
হয়ত গৃহহীন হয়েই বেঁচে থাকব
হাজার গৃহের আস্তানায়-
রাঙা ভোরের মত কখনও কখনও
আমার চোখ রাঙা হলে বুঝব
সারারাত আমার কেটেছিলো নির্ঘুম।
তবু চাইবনা তোমাকে জাগাতে,
যে অনন্ত সময়ের চিরচেনা সবকিছু
অচেনার হাত ধরে চলে যাবে দূরে
আমার ক্লান্ত শরীর ফেরাবেনা,
সত্যি ফেরাবেনা তাকে....
তুমি কখনই মিথ্যে নও
মিথ্যের দাবি মেটাতে যদি চলে যাও
যদি তোমার অনিশ্চিত অবহেলা আর উপেক্ষা
দিনে দিনে আমাকে করে অভিমানী
হ্য়ত ছেড়ে যাব-
হয়ত ভালোবাসি বলেই আর কখনও বলবনা ভালোবাসি..।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।