আমাদের কথা খুঁজে নিন

   

দুইটা বাংলা বাক্যের ইংরেজী দরকার। ইংরেজি বিশেষজ্ঞদের আমন্ত্রন জানাচ্ছি। (ফান পোষ্ট)

পাওয়ার অব পিপল স্ট্রংগার দেন দি পিপল ইন পাওয়ার। http://mhcairo.blogspot.com/

১) রুগি মারা যাবার পূর্বেই ডাক্তার আসিতেছিল, কিন্তু হটাৎ ডাক্তারের বিবি কমপাউন্ডারের সাথে চলে যাওয়াতে ডাক্তার তাহার বিবিকে খুজিতে বের হওয়াতে আসিতে দেরি হওয়াতে রুগি অপেক্ষা করিতে করিতে মারা গেলো। ২) বিভিন্ন প্রকার চামড়াকে একত্রিত করিয়া ফু দিয়া ফুলাইয়া ১১ দোগোনে ২২ জন ডেংরা ডেংরা পুলাপাইন হাফ প্যান্ট পারিয়া লক্ষ লক্ষ মানুষের সামনে ফালাফালি করে যেই খেলাতে সেই খেলাকে ফুটবল খেলা বলে। উপোরোক্ত সরল বাক্য দুটোর সরল ইংরেজি বড়ই দরকার।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।