চাই সুন্দর ভাবে বাঁচতে...তাই চাই একটি সুন্দর পৃথিবী......
সংবিধান সংশোধনের জন্য সর্বদলীয় সংসদীয় কমিটি আগামীকালই সংসদে পাস হচ্ছে। জাতীয় সংসদের চিফ হুইপ উপাধ্যক্ষ আবদুশ শহীদ বিকেলে এবিসি রেডিওকে বিষয়টি নিশ্চিত করেছেন। কমিটিতে প্রধান বিরোধী দল বিএনপির পক্ষ থেকে যদি কারো নাম দেয়া না হয়, তাহলেও কাল এ কমিটি পাস হবে বলে তিনি জানান।
এদিকে বিরোধী দলীয় নেতাকে তার চিঠি দেয়ার সমালোচনা করে বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদীন ফারুক যে বক্তব্য দিয়েছেন, সে বিষয়ে আবদুশ শহীদ বলেন : তিনি বিরোধীদলীয় নেতার প্রতি সম্মান রেখেই চিঠি দিয়েছেন।
এর আগে দুপুরে বিরোধী দলীয় চীফ হুইপ জয়নুল আবদীন ফারুক বলেছিলেন : খালেদা জিয়াকে চিফ হুইপ চিঠি দিতে পারেন না।কেননা বিরোধী দলীয় নেতা আর চিফ হুইপের মর্যাদা সমান নয়।তিনি বলেন : সংবিধান সংশোধন কমিটিতে দলের পক্ষ থেকে কারো নাম দেয়া হবে কি-না সে বিষয়ে রাতে সিদ্ধান্ত নেবে বিএনপি।
সূত্র: এবিসি রেডিও ৮৯.২ এফএম
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।