সমাজের প্রয়োজনকে ঘিরে যার জীবন আবর্তিত সেই তো প্রকৃত মানুষ
গতকাল (১৮ জুলাই) কক্সবাজার শহরস্থ ফুয়াদ আল খতিব হাসপাতালে এক মহিলার পেট থেকে অস্ত্রোপচারের মাধ্যমে প্রায় ২২ কেজি ওজনের টিউমার অপসারণ করা হয়েছে।
দিলজাহান (৩৫) নামের ওই মহিলার কোনো সন্তান নেই। গত প্রায় এক বছর আগে বিবাহিতা দিলজাহানের পেটে বিভিন্ন সমস্যা দেখা দেয়। পেট আস্তে-আস্তে বড় হতে শুরু করে। পরিবারের সদস্যরা স্বাভাবিকভাবে গর্ভজনিত কারণে এমনটি হয়েছে বলে মনে করেন।
কিন্তু নির্ধারিত সময় পার হওয়ার পরেও সন্তান প্রসব হচ্ছে না দেখে উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবারের সদস্যরা। অবশেষে দিন কয়েক আগে শহরের ফুয়াদ আল খতিব হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।
হাসপাতালের গাইনি কনসালট্যান্ট ডা. সৈয়দা হোমায়রা বেগম ও তাঁর স্বামী সার্জারি কনসালট্যান্ট ডা. শাহ আলম এর সমন্বয়ে গতকাল (১৮ জুলাই) চলে অপারেশন কার্যক্রম। এই সফল অস্ত্রোপচারের মাধ্যমে দিলজাহানের পেট থেকে প্রায় ২২ কেজি ওজনের টিউমারটি অপসারণ করা হয়। তাঁদের সহযোগী ছিলেন ডা. রফিক হাসান ও ডা. লিনা দাশ।
মূল সংবাদ এখানে~
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।