গর্বিত আমি, জন্মেছি এদেশে....(বরিশালে)
আমি গত মাসে একটা এইচটিসি এইচডি২ গিফট পাই.......। ইউজ করতে করতে(বাংলাদেশে) অনেকটাই অভ্যস্ত হয়ে গেছি........। কিন্তু সমস্যা হলো এর ইউটিউব নিয়ে....। ডাইরেক্ট ইউটিউব থেকে অনেক সহজে(কুইক বাফারিং) ভিডিও দেখতে পারি........
১) বুঝতেছিনা....এই দেখা ভিডিও গুলো কি পিসির টেম্প ফাইলের মতোই মোবাইলের ওএস এ জমা হচ্ছে.........তাহলে কোন লোকেশনে.....।
২) এই ইউটিউব ভিডিওগুলো কিভাবে সরাসরি ফোনে ডাউনলোড করা যায়. (উল্লেখ্য, আমি পিসি দিয়া ইউটিউব থেকে .flv ফাইল নামিয়ে মোবাইলে চালানোর চেষ্টা করেছিলাম.......কিন্তু সেই .flv ফাইল এটা সাপোর্ট করেনা.......।
কারো কাছে এইগুলোর সমাধান থাকলে শেয়ার করুন প্লিজ.......।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।