প্রযুক্তিপণ্যবিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেট এক প্রতিবেদনে জানিয়েছে, এইচটিসির ওই স্মার্টফোনটিতে ১৮ ক্যারেটের স্বর্ণ রয়েছে।
মিউজিক ভিডিওতে অবদানের জন্য ‘মিউজিক অফ ব্ল্যাক অরিজিন’ থিমে ১৯৯৬ সাল থেকে যাত্রা শুরু করে মোবো অ্যাওয়ার্ড। ২০১৩ সালে ১৮তম বর্ষে পদার্পণ করেছে মোবো অ্যাওয়ার্ড। এবারের উৎসবকে স্মরণীয় করে রাখতে স্বর্ণ দিয়ে নির্মিত পাঁচটি স্মার্টফোন তৈরি করছে এইচটিসি। প্রত্যেকটির পেছনে খোদাই করে লেখা আছে ‘মোবো ১৮’।
মোবো সংস্থাটি যুক্তরাজ্যের শহুরে গান এবং কৃষ্ণাঙ্গ শিল্পীদের সম্মানিত করে থাকে।
নতুন এ ফোনটি সম্পর্কে এনগ্যাজেট মোবোর বরাত দিয়ে জানিয়েছে, এটি এ পর্যন্ত এইচটিসি নির্মিত সবচেয়ে দামি এবং ফিচারসমৃদ্ধ ফোন।
বেশ কিছুদিন আগে এইচটিসির একটি সোনালি রংয়ের স্মার্টফোনের ছবি ছড়িয়ে পড়েছিল। এনগ্যাজেট জানিয়েছে, সোনালি রংয়ের সেই এইচটিসি স্মার্টফোনটির সঙ্গে বিশেষ এ পাঁচটি ফোনের কোনো সম্পর্ক নেই। ওই ফোন পরবর্তীতে বাজারে আসবে এবং দামেও বেশ সাশ্রয়ী হবে, এমনটাই জানিয়েছে এনগ্যাজেট।
১৮ ক্যারেটের খাঁটি সোনা দিয়ে নির্মিত স্মার্টফোনের দাম পড়বে প্রতিটি ৪,৪০০ ডলার।
এবারের মোবো ১৮-এ নির্বাচিত ব্ল্যাক আর্টিস্ট ও আরবান মিউজিকে অবদানের জন্য নির্বাচিত ব্যক্তিদের স্মরণীয় করে রাখতে এইচটিসি স্বর্ণ নির্মিত স্মার্টফোনগুলো তৈরি করে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।