(প্রিয় টেক) অনেক মোবাইল ব্যবহারকারীই আছে যারা কিনা বড় ফোন ব্যবহার করতে পছন্দ করে না। বিশেষ করে ৪.৭ ইঞ্চির উপর ডিসপ্লে সংশ্লিষ্ট ফোনগুলো। স্যামসাং বিগত বছর এই চিন্তা থেকেই তাদের ফ্ল্যাগশিপ ফোনের মিনি সংস্করণ প্রথম বাজারজাত করে। আর মোবাইল ব্যবহারকারীরাও তা সাদরে গ্রহন করেছিল। এই বছর অধিকাংশ মোবাইল প্রস্তুতকারী কোম্পানির ফ্ল্যাগশিপ ফোন ছিল ৫ ইঞ্চি ডিসপ্লে সংশ্লিষ্ট। তাই এবার যে স্যামসাং এর পাশাপাশি এইচটিসি অথবা সনি ও যে তাদের ফ্ল্যাগশিপ ফোনের মিনি সংস্করণ বের করবে তা ধারনা করেছিল অনেকেই। শোনা যাচ্ছিল নানা গুজব ও। আর আজ তারই ধারাবাহিকতায় এইচটিসি তাদের ফ্ল্যাগশিপ ফোনের মিনি সংস্করণ ঘোষণা করল।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।