তাইওয়ানের মোবাইলফোনসেট প্রস্তুতকারক প্রতিষ্ঠান এইচটিসি গতকাল মঙ্গলবার স্পেনের বার্সেলোনায় চলমান মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে ফেসবুক ব্যবহার করার বিশেষ সুবিধাসহ দুটি নতুন স্মার্টফোনের উদ্বোধন করেছে। গত রোববার মোবাইল ফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোর এই বার্ষিক মেলা শুরু হয়।
আগের মতোই ফেসবুক কর্তৃপক্ষ এই দুই ফোনের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই বলেজানিয়েছে। তবে এইচটিসির দুটি ফোন থেকেই সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকে ঢোকা যাবে সহজেই। দুটি মডেলের ফোনের নাম এইচটিসি সালসা ও এইচটিসি চাচা।
দুটি ফোনেই ‘ফেসবুক বোতাম’ রয়েছে। ব্যবহারকারী ফেসবুকে যা লিখবে বা যে ছবি পাঠাবে, তা মুহূর্তের মধ্যেই বন্ধুর সঙ্গে শেয়ার করতে পারবে। জিপিএস (গ্লোবালপজিশনিং সিস্টেম) সংবলিত এই দুটি ফোনে ফেসবুক ব্যবহারকারী তার বন্ধুর সঠিক অবস্থান সম্পর্কে জানতে পারবে।
গুগলের অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ২.৪-এ চলবে হ্যান্ডসেট দুটি। এইচটিসি চাচা মডেলের ফোনে রয়েছে একটি পূর্ণাঙ্গ কি-বোর্ড ও ২ দশমিক ৬ ইঞ্চির টাচস্ক্রিন।
অন্যদিকে এইচটিসি সালসায় রয়েছে ৩ দশমিক ৪ ইঞ্চির টাচস্ক্রিন ডিসপ্লে। দুটি ফোনেই রয়েছে ছবি তোলার জন্য ৫ মেগাপিক্সেল ক্যামেরা ও ভিডিও কলের জন্য ভিজিএ ক্যামেরা।
চলতি বছরের মাঝামাঝি নাগাদ ইউরোপ ও এশিয়ার বাজারে এ দুটি হ্যান্ডসেট আসবে বলে ধারণা করা হচ্ছে। তবে হ্যান্ডসেট দুটির দাম এখনো ঠিক করা হয়নি। —ডেইলি নেশন অবলম্বনে আশরাফুল কবির
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।