Never Ever Give Up..... Revenge is Sweet........
গত ১৭ জুন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের প্রার্থী মোহাম্মদ মঞ্জুর আলম প্রতিদ্বন্দ্ব্বী আওয়ামী সমর্থিত নাগরিক কমিটির প্রার্থী এবিএম মহিউদ্দিন চৌধুরীকে প্রায় ১ লাখ ভোটে হারিয়ে প্রথমবারের মতো মেয়র পদে নির্বাচিত হন।
কাহিনী কি-মামলা করেছেন এবিএম মহিউদ্দিন চৌধুরী।???
মেয়র পদে নিজেকে নির্বাচিত ঘোষণার আবেদন জানিয়ে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিজয়ী এম মনজুর আলমের বিরুদ্ধে গতকাল মামলা করেছেন এবিএম মহিউদ্দিন চৌধুরী। মামলায় নবনির্বাচিত মেয়র এম মনজুর আলমের বিরুদ্ধে নির্বাচনী হলফনামায় তথ্য গোপন, নির্বাচনী বিধিমালা ভঙ্গ, ব্যালট বাক্স চুরি, ভোটারদের কাছে অবৈধভাবে টাকা লেনদেন ও বিভিন্ন বেআইনি কার্যক্রমের অভিযোগ আনা হয়েছে। সদ্য শপথ নেয়া মনজুর ছাড়াও নির্বাচনের অপর ছয় মেয়র প্রার্থীকে এ মামলায় আসামি করা হয়েছে।
কাহিনী কি???
শপথ নিলেন চট্টগ্রামের মেয়র ও কাউন্সিলররা : সব দলের সহযোগিতায় চট্টগ্রামের উন্নয়ন করব : মনজুর
শপথ নিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ মনজুর আলম। গতকাল সকাল সোয়া ১০টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চট্টগ্রামের নবনির্বাচিত মেয়রকে শপথবাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হওয়ার ৩০ দিন পর মেয়র
হিসেবে শপথ নিলেন চট্টলার নতুন নগরপতি। শপথ গ্রহণ অনুষ্ঠানে এলজিআরডি মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সংসদ সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।