আমাদের কথা খুঁজে নিন

   

ভুভুজেলা আর বেশি বাজবে না ......

আলো তো লাগে না ভাল , আঁধারি যে ভালবাসি ! আমি যে পাগল প্রানে কভু কাঁদি কভু হাসি..
ভুভুজেলা এক ধরনের শিঙা জাতীয় বাদ্যযন্ত্র, যা লেপা টাটা (সোয়ানা ভাষায়) নামেও পরিচিত। ফ্রেডি সাদ্দাম নামের দক্ষিণ আফ্রিকার কাইজার চিফ ফুটবল দলের এক সমর্থক দাবি করেন, তিনিই প্রথম ১৯৬৫ সালে সাইকেলের ভেঁপু থেকে ভুভুজেলা উদ্ভাবন করেন। একটি গড়পড়তা ভুভুজেলা ৬৫ সেন্টিমিটার (২ দশমিক ১৩ ফুট) লম্বা এবং প্লাস্টিকের তৈরি। ব্রাজিল ও লাতিন আমেরিকার অন্যান্য দেশের খেলার মাঠে কর্নেট নামের এ ধরনের আরেকটি বাদ্যযন্ত্র বাজানো হয়। আফ্রিকায় দূরবর্তী গ্রামের গ্রামবাসীকে ডাকার জন্য একসময় ভুভুজেলা ব্যবহার করা হতো। এবারের ২০১০ সালের ফুটবল বিশ্বকাপে ভুভুজেলা বাদ্য যন্ত্রটির তীব্র ও জোরালো আওয়াজ ব্যাপক আলোচনার বিষয় ছিল। তীব্র আওয়াজের কারণে এরই মধ্যে এটি সমালোচনার সম্মুখীন হয়েছে। এ জন্য বাজারে নতুন এক ধরনের ভুভুজেলা ছাড়া হচ্ছে, যা আগের চেয়ে ২০ ডেসিবেল কম শব্দ উৎপন্ন করে। লন্ডনের উইম্বলডন, অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট ক্লাব, নিউইয়র্কের ইয়াঙ্কি স্টেডিয়ামে এবং নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় ২০১১ সালের রাগবি বিশ্বকাপ ও ২০১২ সালের লন্ডন অলিম্পিকে এরই মধ্যে ভুভুজেলা নিষিদ্ধ ঘোষিত হয়েছে। আমাদের দেশে পালসার মটর সাইকেলেও আজকাল মনে হয় ভুভুজেলা লাগানো হয়...... আর ট্রাক গুলোতে তো আগেই ছিল.....
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।