আমাদের কথা খুঁজে নিন

   

ভুভুজেলা ভুভুজেলা

তারা ভরা রাতের নিষাচর...

আমার একটা ভুভুজেলা বড্ড দরকার লাল নীল কিংবা সবুজও হতে পারে.... এমনও হতে পারে অনেক রং এর সমাহার বিকট শব্দে উত্যক্ত করবে সবাইকে মধ্য রাতের নিস্তব্দতা ফুড়ে বাজবে আমার বাশী, আমার বিশের বাশী..... কিংবা হ্যমিলনের বাশিওয়ালা হয়ে বাজাব উদাস সুর থমকে দিব এই ব্যস্ত যান্ত্রিক নগরী সব থেমে গিয়ে কেমন হবে এ নিস্তব্দতা, হয়ত কবরের মত। এই ভুভুজেলায় একদিন বেজে উঠবে বিকট... দুলতে থাকা পৃথিবীকে দোলাবে আরও বেশি। ইসরাফিলের শিংগা হয়ে..

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।