শেষ বলে কিছু নেই
আঙ্গুলের ডগায় ঘুমিয়ে থাকে তলোয়ারের ধার;
ঘনঘোর তমিস্রায় কে তুমি ঠেলে জাগাও তাকে?
অনিশ্চিত অনিরুদ্ধতায়-
জেগে-ওঠা আঙ্গুল বার বার জড়িয়ে ধরে পরশী-আঙ্গুল,
তার ধারে আর ভারে কেটে কেটে যায় সোহাগী সুর,
পায়ের কাছে টুপটাপ ঝরে লাল-নীল-সোনালী রক্ত...
দু’আঙ্গুলের ফাঁক গ’লে কখনওবা টুপ করে ঝ'রে পড়ে
মৃত নক্ষত্রপুঞ্জের অবশিষ্ট ভস্ম;
আঙ্গুলের গায়ে লেগে থাকে তার অন্তিম অগ্নিচ্ছটা;
সেই অগ্নি-শক্তিতে উ™দ্ভ্রান্ত আঙ্গুল ইথারে তরঙ্গ ছড়ায়
এইভাবে দূরবর্তী আঙ্গুল বুঝি কাছাকাছি আসে
পরস্পর
কিন্তু সে জানে না, একটি বেখেয়ালী চুম্বন
বাঁধিয়ে দিতে পারে শতাব্দি-দীর্ঘ দক্ষযজ্ঞকান্ড...
...তাই বার বার সিল্কি-ঠোঁটে লেগে যায় কলঙ্ককাদা
একই আঙ্গুলের ডগায় দুটি অনঙ্গ ভুল
জড়াজড়ি করে ঘুমায়;
ঘনঘোর তমিস্রায়-
কে তুমি অচেনা ঈশ্বর তাদের বার বার জাগাও?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।