আঙ্গুল
- যাযাবর জীবন
দোষগুণ আর ভুলত্রুটি
মানুষ মাত্রই থাকে
সবাই শুধু পরেরটা দেখে
নিজেরটা ঢেকে রাখে;
আঙ্গুল তুলতে সবাই পারে
নিজের ভুল কজন দেখে?
আঙ্গুলি করতে সবাই পটু
কজন শুধরে থাকে?
এক আঙ্গুলে তোকে দেখাই
আরেক আঙ্গুল ওপরওয়ালাকে
এক আঙ্গুলে তোকে তাক করতে গিয়ে
তিন আঙ্গুলে তাক করি নিজেকে;
অন্যের দোষ ধরায় এতই মশগুল
দেখি না তাকিয়ে, পুরো হাতটার দিকে।
পরের তরেতে আঙ্গুল দেখাতে আমাদের জুড়ি মেলা ভার
আঙ্গুলি করতে একবারও চোখ পরে না, নিজের পেছন পর।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।