আমাদের কথা খুঁজে নিন

   

প্রতিকাব্য :: আমার আঙ্গুল

http://www.choturmatrik.com/blogger/আরণ্যক
বোধের গভীরে ঢুকতে চাই বোধ আসলে কি জিনিস? এর স্বাদ গন্ধ অনুভব কি ? আমার আঙ্গুলে জড়ো হয় আমার বোধ আমার আঙ্গুল ছবি আকে বই পড়া বাদ দিয়ে বোধকে চেপে ধরে আমার আঙ্গুল কানের ভরসা না কোরে; তন্ত্রীতে সুর তোলে আমার আঙ্গুল স্বর্গের নিকুচি করে; মৃত্যুর গায়ে হাত বুলায় ; যাচাই করে আমার আঙ্গুল ভবিষ্যতের গাঢ় অন্ধকার কে শাসায় আমার আঙ্গুল সিগারেটে আগুন ধরায় আমার আঙ্গুল চেনা-অচেনা প্রতিটা মুখে হাত বুলায়; বুঝে নিতে চায় সব রেখার মানে আমার আঙ্গুল আবেগে থর থর করে কাপে মাঝে সাঝে ভয়ে নীল হয়ে যায় অনেক আগে একবার তীক্ষ্ণ খড়গে কাটা পড়েছিল কাটা আঙ্গুলটা দাপরেছিল কতক্ষন আমি যন্ত্রের মতো নিস্পলক চোখে তাকিয়ে দেখছিলাম আঙ্গুল ছাড়া অনেক মানুষ আমাকে স্বাগত জানিয়েছিল ওদেরকে ভালো লাগেনি আমার ক'মাস পর আবার টিকটিকির লেজের মতো গজিয়ে গিয়েছিল কাটা আঙ্গুলটা । উৎসর্গ : আমার মতো আঙ্গুল আছে যাদের ।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।