বিশ্বকাপ ফুটবলের সময় এশিয়ার বিভিন্ন দেশে অভিযান চালিয়ে পাঁচ হাজারেরও বেশি জুয়ারীকে প্রেপ্তার করা হয়েছে। জব্দ করা হয়েছে প্রায় এক কোটি মার্কিন ডলার।
ইন্টারপোল শুক্রবার এ তথ্য জানিয়েছে।
মূলত অপরাধ জগতের সঙ্গে জড়িত জুয়া চক্রগুলিকে ধরার জন্যই ১১ জুন থেকে ১১ জুলাই পর্যন্ত অভিযান চালায় ইন্টারপোল।
ইন্টারপোলের নির্বাহী পরিচালক জিয়ান-মাইকেল লোবোউথিন বলেছেন , ''সংগঠিত অপরাধ জগতের সাথে সরাসরি সম্পর্ক ছাড়াও ফুটবল জুয়ার সাথে দুর্নীতি ,মানি লন্ডারিং এবং গণিকাবৃত্তির বিষয়গুলি জড়িত।''
ইন্টারপোল জানিয়েছে ,মালয়েশিয়া , সিংগাপুর ,থাইল্যান্ড ,চীন , হংকং এবং ক্যাসিনোর স্বর্গ হিসেবে পরিচিত ম্যাকাওয়ের প্রায় আটশটি জুয়ার আড্ডায় অভিযান চালানো হয়।
অবৈধ জুয়ায় প্রায় ১৫ কোটি ৫০ লক্ষ মার্কিন ডলারের বাজি ধরা হয়েছে বলে জানিয়েছে ইন্টারপোল।
সমাজতান্ত্রিক রাষ্ট্র চীনে জুয়া খেলা কঠোরভাবে নিষিদ্ধ। তবে চীনের দক্ষিণাঞ্চলে অবস্থিত ম্যাকাও যুক্তরাষ্ট্রের লাসভেগাসকে ছাড়িয়ে পৃথিবীর সবচেয়ে বড় জুয়ার বাজারে পরিণত হয়েছে।
ইন্টারনেট থেকে.........
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।