রেস্টে আছি আপাতত পোস্টানি বন্ধ :D
বুলবুল আহমেদ , বাংলাদেশের অন্যতম সেরা একজন অভিনেতা । তার অভিনয় যতটা না পছন্দ করতাম তার চেয়ে বেশী করতাম তার চরিত্রগুলোকে । তার অভিনিত কিছু ভাল লাগা ছবির নাম দিলাম । কেঊ সময় সুযোগ পেলে অবশ্যই দেখে নেবেন ।
[ লিঙ্ক পাইনি বিধায় দিতে পারলাম না ]
১. সীমানা পেরিয়ে [১৯৭৭]
১৯৭০ এর জলোচ্ছ্বাসের প্রেক্ষাপটে ছবিটি নির্মিত ।
ছবিটির রিভিউ এখানে পাবেন ।
সীমানা পেরিয়ে ছবির একটি দৃশ্য
ছবিটির একটি গান খুবই বিখ্যাত,
বিমূর্ত এই রাত্রি আমার
২. দিপু নাম্বার টু
৩. পুরষ্কার
ছবিটি ছোটদের নিয়ে আমার দেখা অন্যতম সেরা ছবি
এই লিঙ্কে গেলে মুভিটির রিভিউ পাবেন
ছবিটির একটি পছন্দের গানের লিঙ্ক দিলাম
হার জিত চিরদিন থাকবেই
৪. মহানায়ক
এই ছবিটিতে বুলবুল আহমেদের চরিত্রটি ছিল অসাধারন । একজন আসল মহানায়ক ।
ছবিটিতে সুবীর নন্দীর একটি বিখ্যাত গান আছে,
পৃথিবীতে প্রেম বলে কিছু নেই
৫. দেবদাস
৬. দ্যা ফাদার
[ তার মত গুনী অভিনেতাকে হারাল বাংলাদেশ । তার আত্মার মাগফেরাত কামনা করছি ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।