দেশটা মানুষে রক্ত দিয়ে স্বাধীন করছে কথা বলার সময় বা ফেসবুক ষ্ট্যাটাস দেবার সময় আইন অনুযায়ি চলার জন্য নয়, আঁর ষ্ট্যাটাস আঁই দিয়ুম, যেনে খুশি য়েনে দিয়ুম, আঁই কেনে ষ্ট্যাটাস দিয়ুম ইয়ান কি তুরারে কয় দন পরিবুনা !!!
জনসমক্ষে বা প্রকাশ্য স্থানে মুখ ঢাকা বোরকা ও নেকাব নিষিদ্ধ করার বিলের অনুমোদন দিয়েছে ফরাসি পার্লামেন্টের নিম্নকক্ষ। গত মঙ্গলবার বিলটির পক্ষে-বিপক্ষে ভোটাভুটি হয়। ৫৫৭ আসনের নিম্নকক্ষে ৩৩৫ ভোট পড়েছে বিলটির পক্ষে এবং বিপক্ষে মাত্র একটি। বাকি ২৪১ জন সদস্য ভোটদানে বিরত ছিলেন। বিলটি আইনে পরিণত করতে আগামী সেপ্টেম্বরে সিনেটের অনুমোদন নিতে হবে।
পুরো মুখ-ঢাকা পোশাকের বিপক্ষে দেশটিতে শক্ত জনমত থাকলেও সমালোচকরা বলেছেন, ফরাসি মুসলমানদের মধ্যে খুব অল্পসংখ্যক মহিলা মুখ-ঢাকা পোশাক পরেন। জরিপ অনুযায়ী, ফ্রান্সে বোরকা ও নেকাব পরা নারীর সংখ্যা দুই হাজারেরও কম। বিরোধী সমাজতন্ত্রীদের অনেকেই চায়, কেবল সরকারি ভবনগুলোয় মুখ-ঢাকা পোশাক নিষিদ্ধ করা হোক।
ফ্রান্সে নেকাব ও বোরকাকে নারী অধিকারের জন্য হুমকি এবং দেশের উদারপন্থী সংস্কৃতির পরিপন্থী হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু বিষয়টি খতিয়ে দেখার জন্য একটি কমিশন করার পক্ষে বিরোধী সমাজতন্ত্রী, কমিউনিস্ট ও গ্রিন পার্টির সদস্যরা।
আইন প্রণয়নের মাধ্যমে এর সমাধান হবে না বলে তাঁরা মনে করেন। এ জন্য ভোটদানে তাঁরা বিরত ছিলেন। এর মাধ্যমে ক্ষমতাসীন দল 'আগুনে তেল ঢালছে' বলে অভিযোগ করেন গ্রিন পার্টির উপপ্রধান ফ্রানকোয়েস দ্য রাগি। তবে নিম্নকক্ষে বিলটির অনুমোদনকে 'গণতন্ত্র ও ফরাসি মূল্যবোধের জয়' হিসেবে দেখছেন আইনমন্ত্রী মিশেল অ্যালিয়ৎ-মারি।
আশা করা হচ্ছে, বিলটি সিনেটে কোনো প্রতিবন্ধকতা ছাড়াই অনুমোদিত হবে।
বিলটি আইনে পরিণত করার ব্যাপারে প্রেসিডেন্ট নিকোলা সারকোজির পূর্ণ সমর্থন রয়েছে।
আগামী বসন্তে নিষেধাজ্ঞাটি কার্যকর হবে বলে ধারণা করা হচ্ছে।
আইন অনুযায়ী কোনো নারী নিষেধাজ্ঞা অমান্য করলে তাকে ১৫০ ইউরো বা ১১৯ পাউন্ড জরিমানা করা হবে। আর কোনো স্বামী তার স্ত্রীকে বোরকা বা নেকাব পরাতে বাধ্য করলে তাকে জরিমানা গুণতে হবে ৩০ হাজার ইউরো।
সূত্র : বিবিসি, লস অ্যাঞ্জেলেস টাইমস।
সূত্র : দৈনিক কালের কণ্ঠ
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।