আমাদের কথা খুঁজে নিন

   

ফ্রান্সে খ্রিষ্টধর্ম বিদায়- স্বাগত ইসলাম!

মানুষ নিদ্রিত এবং মৃত্যুর পরপরই সে জেগে উঠবে।


গত ২৫ বছরে ফ্রান্সে ইসলাম ধর্ম গ্রহণের হার দ্বিগুণ বেড়েছে। গত ১০০ বছরে ফ্রান্সে যতগুলো ক্যাথলিক গির্জা নির্মিত হয়েছে, গত ৩০ বছরেই তার চেয়ে বেশি মসজিদ ও নামায কেন্দ্র তৈরি হয়েছে। ফ্রান্সের সবচেয়ে প্রভাবশালী মুসলিম নেতা দালিল বুবাকিউর বলেছেন, ফ্রান্সে মসজিদের সংখ্যা দ্বিগুণ বাড়িয়ে ৪০০০-এ উন্নীত করা হবে। ইসরাইল ন্যাশনাল নিউজে Catholic France, Adieu; Welcome, Islam শিরোনামে প্রকাশিত এক নিবন্ধে এসব তথ্য প্রকাশ করা হয়েছে।



এক সময়ে গির্জা কন্যা নামে দেশটির যে পরিচিতি ছিল তাও এখন আর অবশিষ্ট নেই। রাষ্ট্রীয় সেক্যুলারিজম এবং ইসলামের মধ্যে ‘ক্রসফায়ারে’ পড়ে ক্যাথোলিক ফ্রান্স নৈতিকভাবে এখন মৃতপ্রায়। বিশিষ্ট লেখক রেনাল্ড কেমাস বয়েসেটসের প্রসঙ্গে স্পষ্ট করেই বলেছেন, সেক্যুলারিজম হচ্ছে মুসলিম বিজয়ীদের ট্রজান হর্স।

ফ্রান্সে জনসংখ্যা তাত্ত্বিক হিসেবে ইসলামই বিজয়ী। ফ্রান্সে অমুসলিম পরিবার প্রতি শিশুর সংখ্যা ১.২।

কিন্তু মুসলিম পরিবারে শিশুর সংখ্যা এর ৫ গুণ বেশি।

প্যারিসের প্রধান ধর্মগুরু আর্চবিশপ মনসিঙ্গর ভিঙ্কট ট্রয়েস বলেন, আগে ফ্রান্সের গ্রামবাসী প্রতি রবিবার গির্জায় যেতো। এখন যায় প্রতি দুই মাসে একবার। তাই গির্জাগুলোর তিন চতুর্থাংশই খালি পড়ে থাকে। ফ্রান্সের মত একই অবস্থা পুরো ইউরোপের।

বর্তমানে প্রতি ২০ জন ফরাসী নাগরিকের একজন ধর্মকর্ম পালন করেন। আছে যাজক সংকটও। ফরাসী যাজক না পাওয়ায় এখন তাদের স্থান দখল করছেন আফ্রিকার যাজকরা। ফ্রান্সে যাজকের সংখ্যা কমে দাঁড়িয়েছে মাত্র ৯০০০-এ। অথচ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও যাজকের সংখ্যা ছিল ৪০ হাজার।

২০০০ সালের পরিসংখ্যানে দেখা যায়, শিশুদের খ্রিস্টধর্মে দীক্ষা গ্রহণের হার ২৫ শতাংশ কমেছে। ধর্মীয়ভাবে বিয়ের হার কমেছে ৪০ শতাংশ।

ফরাসী একটি প্রতিষ্ঠানে পরিসংখ্যানে দেখা যায় যে, ১৯৬৫ সালে ফ্রান্সে নিজেকে ক্যাথলিক বলে পরিচয় দিত ৮১ শতাংশ মানুষ। ২০০৯ সালে সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে ৫৪ শতাংশে। এ সময়ের মধ্যে রবিবারের প্রার্থনা অনুষ্ঠানে যোগদানকারীর সংখ্যা ২৭ থেকে কমে দাড়িয়েছে মাত্র ৪.৫ শতাংশে।



ক্যাথলিক ফ্রান্সের জন্য ইসলামে ধর্মান্তর একটি চ্যালেঞ্জ। গত ২৫ বছরে ফ্রান্সে ইসলাম ধর্ম গ্রহণের হার দ্বিগুণ বেড়েছে। অন্যদিকে পুরনো গির্জাগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। কিছুদিন আগে গেস্টের বাসিন্দারা ঐতিহাসিব সেইন্ট-পিয়ের-অক্স-লিয়েন্স গির্জাকে শেষ বিদায় জানায়। যুদ্ধে ধ্বংস একটি গির্জার ওপর ১৮৫৪ থেকে ১৮৭০ সালের মধ্যে এটি পুনঃনির্মিত হয়েছিল।

এটির বিদায়ের কারণ- সেখানেই কেউই আসত না। ফলে এটি পরিত্যক্ত হয়েছিল।

হিসাবে দেখা গেছে, গত ১০০ বছরে ফ্রান্সে যতগুলো ক্যাথলিক গির্জা নির্মিত হয়েছে, গত ৩০ বছরেই তার চেয়ে বেশি মসজিদ ও নামায কেন্দ্র তৈরি হয়েছে। ইতোমধ্যেই অন্তত ৬০টি ক্যাথলিক গির্জা বন্ধ হয়ে গেছে। এগুলোর বেশ কয়েকটা মসজিদে রূপান্তরিত হবে।



প্যারিসের মধ্যবিত্ত শ্রেণীর শহর ক্রেটেইলে ধর্মান্তরিতদের জন্য একটি আধুনিক ও সুপ্রশস্ত মসজিদ রয়েছে। ৮১ মিটার উঁচু মিনারের এই মসজিদটিতে বছরে ১৫০ বার ইসলাম গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এটা ফ্রান্সে ইসলামের শক্তিশালী অবস্থানের প্রতীক।

আল্লাহু আকবার।

(সংগৃহীত)



============================
সামুতে প্রকাশিত আমার আরো কয়েকটি পাঠকনন্দিত লেখাঃ
============================

ছবি বাঙময়ঃ কথা বলে, ভাবায়, তথ্য দেয়, জ্ঞান দেয়, প্রতারিত করে, আশা জাগায়, আলোড়িত করে এবং সৌন্দর্য ও আনন্দ দেয়।

বর্তমান সভ্যতার অবস্থা নির্দেশক নির্বাচিত ছবি সংগ্রহ। পর্বঃ (৫/৫)


----------------------------------------------------

Subliminal Language/Message কী? তা' কিভাবে আমাদের মাইন্ড কন্ট্রোল করে? অসাধু ব্যবসায়ী কেন তা' ব্যবহার করে?

--------------------------------------------------

ইহুদি সম্প্রদায় : অত্যাচারিত থেকে অত্যাচারী : বর্তমান পৃথিবীর শাসক ও সুপারপাওয়ার : ১ম পর্ব থেকে ৪র্থ পর্ব : মোট ৪ পর্ব একসাথে।

--------------------------------------------------

কেয়ামত-পূর্ববর্তী পৃথিবী ও ইলুমিনাতি (ILLUMINATI) এজেন্ডা: ১ম পর্ব থেকে শেষ পর্ব: মোট ৮ পর্ব একসাথে। (দ্বিতীয় সংষ্করণ)

-------------------------------------------------

আমরা কি বিশ্ব হাইটেক দাস সমাজের বাসিন্দা হতে যাচ্ছি?

------------------------------------------------

বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া ২৯ শে ডিসেম্বর, মার্চ ফর ডেমোক্রেসির দিন, পুলিশ ও সরকারকে লেন্দুপ দর্জির ইতিহাস পড়তে বলেছেন। আসুন আমরা জেনে নেই, কে এই লেন্দুপ দর্জি ??

--------------------------------------------------


Titanic-এর চাঞ্চল্যকর সত্যি ঘটনা! টাইটানিক দূর্ঘটনায় নয়, এটিকে ডুবিয়ে দেয়া হয়েছিলো! কিন্তু কেন? কারা? এবং কিভাবে? (পর্বঃ ১/২)

Titanic-এর চাঞ্চল্যকর সত্যি ঘটনা! টাইটানিক দূর্ঘটনায় নয়, এটিকে ডুবিয়ে দেয়া হয়েছিলো! কিন্তু কেন? কারা? এবং কিভাবে? (পর্বঃ ২/২)

-----------------------------------------------------

তুর্কি লেখক, বুদ্ধিজীবি হারুন ইয়াহিয়া : বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয় এক লেখক ও তাঁর সমগ্র প্রকাশনা পরিচিতি : (১ম পর্ব)

-----------------------------------------------------

শিল্পের স্বভাব ও আনন্দ : নন্দনতত্ত্বের টুকিটাকি (১ম পর্ব)


শিল্পের স্বভাব ও আনন্দ : নন্দনতত্ত্বের টুকিটাকি (২য় পর্ব)

================================

এই বিশ্বের “নিয়ন্তা রাষ্ট্র” হিসেবে আমেরিকার কি পতন হতে চলেছে? “– হ্যাঁ –”।

এবং তার পরিবর্তে আরেকটি “নিয়ন্তা রাষ্ট্র” ইসরাইল কি প্রতিস্থাপিত হতে চলেছে? সুনিশ্চিতভাবেই “- হ্যাঁ –”, কিন্তু কেন? কিভাবে? এবং তারপর? কী হবে পরবর্তী নাটক? – জানতে হলে পড়ুন।

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.