উচিত কথা কমু, তাতে মসজিদ আর মাদরাসা কি
ফ্রান্সে বোরকা পরলে হাজার ডলার জরিমানা
পাস হতে যাচ্ছে নতুন আইন
ফ্রান্স বোরকার বিরুদ্ধে একটি কঠোর আইন প্রণয়ন করতে যাচ্ছে। যেসব নারী বোরকা পরে জনসমক্ষে যাবেন, এই আইনের বলে তাদের ৭৫০ ইউরো (১ হাজার ৮০ মার্কিন ডলার) জরিমানা করা যাবে। আর এই বোরকা যদি নারীরা তাদের স্বামীদের কিংবা পরিবারের অন্য কোনো সদস্যের চাপের মুখে পরতে বাধ্য হন তবে ওই স্বামী কিংবা পরিবারের সদস্যদের দ্বিগুণ জরিমানা গুনতে হতে পারে।
ফরাসি পার্লামেন্টে ক্ষমতাসীন ইউএমপি দলের সভাপতি জীন ফ্রানসয়েস কোপ বলেছেন, আইনটি করা হবে নারীদের আত্মমর্যাদা রক্ষা করতে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে।
ফরাসি প্রেসিডেন্ট নিকোলা সারকোজি দীর্ঘদিন ধরে নারীদের বোরকা পরার তীব্র বিরোধিতা করে আসছেন।
বোরকার বিরুদ্ধে প্রণয়ন করতে যাওয়া এই আইনটির খসড়া জাতীয় পরিষদে প্রেরণ করা হবে শিঘ্রই। কোপ বলেছেন, বোরকা চরমপন্থাকে উৎসাহিত করে। জনসমক্ষে, প্রকাশ্য রাস্তায় কিংবা সরকারি ভবনগুলোতে বোরকা পরে যাওয়া যাবে না। তিনি আরো জানান, এই আইন অমান্য করলে সেটা চতুর্থ গ্রেডের অপরাধ হিসাবে গণ্য হবে যার কারণে ৭৫০ ইউরো পর্যন্ত জরিমানা করা যাবে। কেবল বোরকা নয়, আপাদমস্তক ঢেকে প্রকাশ্যে গেলেই তারা এই আইনের আওতায় পড়বেন।
সূত্র : সিডনি মর্নিং হেরাল্ড।
ইত্তেফাকের কপি পেস্ট।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।