আমি তোমার মনের ভেতর একবার ঘুরে আসতে চাই, আমায় কতটা ভালবাসো সেই কথাটা জানতে চাই..
প্রতিদিন হাজার-হাজার টুরিস্ট আসে প্যারিসের এই Musee Du Louvre এ। প্রবেশ পথের সামনে দীর্ঘ লাইন, তারপর
পিরামিডের মতো দেখতে এই গেট দিয়ে ঢুকে চলমান সিড়িতে করে আন্ডার গ্রাউন্ডে যেতে হয়। মিউজিয়াম মোট চারটি স্হর বিশিষ্ট: ☆লোয়ার গ্রাউন্ড ফ্লোর ☆গ্রাউন্ড ফ্লোর ☆ফাস্ট ফ্লোর ☆সেকেন্ড ফ্লোর।
১. লোয়ার গ্রাউন্ড ফ্লোর: এখানে আছে আর্টস অব ইসলাম, ভাস্কর্য, মিসরীয়-গ্রীক-রোমান এনটিকস, লুভ মিউজিয়ামের ইতিহাস, পঞ্চম থেকে পঞ্চদশ শতাব্দীর লুভ ও প্রদর্শনী হল।
উল্লেখযোগ্য যা দেখা যায়: মার্লির ঘোড়া, পিউগেট মুর্তি, সেইন্ট লুইস, এবট মিনা, মেরী'র মুর্তি ইত্যাদি...
২. গ্রাউন্ড ফ্লোর: ভাস্কর্য, অরিজিনাল এনটিকস্, মিসরীয়-গ্রীক-রোমান এনটিকস, আর্টস অব আফ্রিকা-এশিয়া অন্যান্ন দেশ ও আমেরিকান।
দেখার মধ্যে আছে- স্ট্যাচু অব এন গাজল, ক্যাপিটাল অব এপাডানা, রামসেস এর স্ট্যাচু, ভেনাস দ্যা মিলু'র হাত কাটা মুর্তি, কিউপিড, মেক্সিকান ভাস্কর্য ইত্যাদি।
৩. ফাস্ট ফ্লোর: অবজেক্টস দ্যা আর্ট, ইজিপসিয়ান-গ্রীক-রোমান এনটিকস, পেইনটিং-ড্রয়িং, প্রদর্শনী হল।
যেসব দেখা যায়: নেপোলিয়ন এপার্টমেন্ট, ইগল অব এব্যট সুগার, গ্নোম উইথ এ স্নেইল মুর্তি, স্কাইব এর মুর্তি, ভিক্টোরি অব সামুট্রেস, ক্রাউন অব লুইস, ওয়েডিং ভোজের বিশাল পেইন্টিং আর মোনালীসা'র সেই বিখ্যাত ছবিটি...
মোনালিসা'র এই ছবি ছাড়াও লিওনার্দো দ্যা ভিঞ্চি'র আকাঁ আরো কিছু ছবি এই হল ঘরে আছে।
৪. সেকেন্ড ফ্লোর: ফ্রান্স এর পেইনটিং-ড্রয়িং, জার্মান-ডাচ-বেলজিয়াম-রাশিয়ান-সুইস-স্কান্ডিনেভিয়ান পেইন্টিংস।
এখানে দেখা যায়: রুবেন্স এর হল ঘর, ডোরের এর নিজের আকা ছবি, তুর্কি'স বাথ এর শিল্পকর্ম, সুভেনির, মেরী মেডেলিন এর পেইন্টিং ইত্যাদি।
এছাড়াও আছে হাজার বছরের পুরনো মিডলইস্ট, ইরান থেকে আনা অরিজিনাল কিছু জিনিস।
☆আর্টস অব ইসলাম: নামের একটা ডিপার্টমেন্ট আছে। সেখানে রয়েছে: বিভিন্ন আরব দেশসহ ইরান, ইন্ডিয়ার শিল্পকর্ম। ফ্রান্সের রাজকীয় পুরনো সিরামিক-কাঠ-ধাতুর তৈরি সংগ্রহ, যা সাত থেকে উনিশ শতাব্দীর।
☆নেপোলিয়ন হল আবার ৩ ভাগে বিভক্ত
۩ ডেনন উইং- এখানে আছে স্প্যানিস্-ইটালীয়ান পেইন্টিংস, ১৯ শতাব্দীর ফ্রেন্চ পেইন্টিং, পুরনো জুয়েলারী কালেকশন, ইটালীয়ান-স্প্যানিস-ইউরোপীয়ান ভাস্কর্য্য, গ্রিক-রোমান-ইজিপ্ট ইত্যাদি দেশের পুরনো জিনিস, এশিয়া-আমেরিকার শিল্পকর্ম।
۩ রিচেলিও উইং- ১৪~১৭ শতাব্দীর পুরনো ফ্রেন্চ-জার্মান-ডাচ পেইন্টিংস, ১৭~১৯ শতাব্দীর ডেকোরেটিভ আর্টস, পুরনো ইরান, আর্টস অব ইসলাম।
۩ সালি উইং: ১৭~১৯ শতাব্দীর ফ্রেন্চ পেইন্টিং-ড্রয়িং, ফেরউনিক ইজিপ্ট, পুরনো আরব, লুভ মিউজিয়ামের ইতিহাস।
মিউজিয়ামের ভিতরের ছবি►
মিউজিয়ামের হল ঘরের সিলিং এরকম ডিজাইন করা
মিউজিয়ামের বাইরের ছবি►
এই হচ্ছে সংক্ষিপ্ত বিবরণ। লুভ মিউজিয়াম এত বিশাল এলাকা জুড়ে আছে যে হাঁটতে-হাঁটতে ক্লান্তি চলে আসে আর ছবি দিয়েও শেষ করা যাবেনা। সপ্তাহের মঙ্গলবার বন্ধ আর প্রত্যেক মাসের প্রথম রবিবার ফ্রি মিউজিয়ামে ঢুকা যায়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।