আমাদের কথা খুঁজে নিন

   

ভালোবাসার গান , গানের ভালোবাসা ( যারা প্রেমে পাগল এবং পাগল হয়ার জন্য তপস্যাকারী তাদের জন্য)

http://nishomerbanglablog.blogspot.com/

………… তো কিছু গান শুনলে আর কি “ওর” চেহারা চোখের সামনে ভাসতে থাকে। ভালোই লাগে , সামনা সামনি দেখার থেকে কল্পনাতে দেখাটা অনেক আনন্দের কেননা আমি কল্পনায় ওর হাত ধরতে পারি, ওর গালে হাত দিতে পারি। আলতো করে হাত বুলিয়ে দিতে পারি। বাস্তবে তাহার কূনটাই সম্ভব না কারণ যাহা লিখেছি, এগুলা জানলে আমার “ ভবলীলা সাঙ্গ “ করে দিবে !!! হি হি হি জায়গা থেকে সরে যাচ্ছি !! তো , ভাবলাম এত্তো যখন ভালো লাগে গান গুলো, এক কাজ করি, সবার সাথে ১টু শেয়ার করে দেখি, সবার ভালো লাগে কিনা !! নাকি আমার আবার চয়েস খারাপ !!! তো, ভেবে যা করলাম, গান গুলো কম্প্রেস করলাম, 4shared এ আপ্লোড করলাম আর লিংকটা দিয়ে দিলাম !! শুনে জানাবেন কেমন লাগলো ! বাংলা ১)আমারো পরানো যাহা – ফাহমিদা নবী ( রবীন্দ্র সঙ্গীত ) ২)হৃদয় (soul version) – মাহাদী আর এলিটা ৩)আয়নাতে ওই মুখ – ( শিল্পির নাম ভুইলা গেচি, দুঃখিত ) ৪)আমার প্রিয়ার ছায়া – সুমন ( রবীন্দ্র সঙ্গীত ) ৫)আমার সারাটা দিন – শ্রীকান্ত আচার্য্য ৬)আমারো পরানো যাহা – muzical ৭)এস তবে বৃষ্টি নামাই – হাবীব( ওর জীবনের সবচেয়ে বেস্ট গান মনে হয় এইটাই !!) ৮)বাদল দিনেরো প্রথম কদম ফুল ৯)এতো দিন কোথায় ছিলে – হাবীব & ন্যান্সি ১০)হিয়ার মাঝে লুকিএ ছিলে - সুমন ( রবীন্দ্র সঙ্গীত ) ১১)হৃদয়ের কথা – হাবীব ১২)রোদ্দুর হাসি – নিরব ১৩)পোড়া বাঁশি – সুমি ১৪)রাত কাটে নির্ঘুম – উপল ১৫)কালো মেঘ – সজীব ( অসাধারণ !!! যে প্রেম করেনা, সে একবার হইলেও প্রেম করবো এই গান শুনলে) ১৬)এক বরষায় – শাওন ১৭)তুমি কি আমায় আগের মতো বাসো ভালো – স্টিলার ( আমার “উনি” আমাকে এই গানটা শুনতে বলছিলো প্রথম, শুনার পর তো থ ! তার চয়েস তো মারাত্মক, আমারে কিভাবে পছন্দ করলো) ১৮)তোমার আকাশ – আধারে অপ্সরী ( ব্যান্ড এর নাম ভুলে গেছি) ১৯)তোমার জন্য – বালাম ২০)তুই কি জানিস না – অর্নব হিন্দি ১)তেরি দিওয়ানি – কেলাস খের ২)তেরে বিন – আতিফ আসলাম ৩)ভিগি ভিগি- জেমস ৪)কাভি শাম ঢালে – সুর সিনেমা’র গান ( অসাধারণ ! তুলনাহীন ১টা গান) ৫)ইশক বিনা কেয়া জিনা ইয়ারো – তাল মুভি’র গান ( এ আর রাহমান) ৬)সাজনি – জাল ৭)কাল হো না হো – এই সিনেমার’ই গান ৮)লামবি জুদাই – জান্নাত ( মহিলা কন্ঠেরটা আমার কাছে চররম মনে হইছে !!) ৯)আজ দিন চারেয়া – রাহাত ফাতেহ আলী খান (লাভ আজ-কাল) ১০)না জানে মেরে দিল কো – দিলয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে ( সেররাম ভালোবাসামুলক মুভিরে ভাই !) ১১)তেরি ইয়াদ আতি হে – রাহাত ফাতেহ আলী খান ( নামাস্তে লন্ডন) ১২)ও রে পিয়া – রাহাত ফাতেহ আলী খান ১৩)বোল না হাল্কে হাল্কে – রাহাত ফাতেহ আলী খান ১৪)সাথিয়া – আদনান সামী ( ভাই, চররম বিরহমুলক গান রে ভাই !) ১৫)সাজনা আভিজা – (মুভিটার নাম ভুইলা গেসি, তবে এর উপর হিন্দিতে ভালোবাসা না পাওয়ার ব্যাথা বুঝা সম্ভব না) ১৬)সনিয়ে দিল নাহি লাগদা – ১টা পাঞ্জাবী গান , তবে অসাধারন ! গ্যারান্টি আমি নিজে ! (২০০৫ সাল থেকে শুন্তেই আছি তো আছি!) ১৭)তেরে লিয়ে – লতা মাঙ্গেশকার ( ভীর-যারা) ১৮)তো ফির আও – রক্সেন ( আওয়ারাপান, ইম্রান হাশ্মীর করা বেস্ট মুভি, আমার মনে হয় !!) ১৯)তু মিলে , দিল খিলে – কুমার শানু ( এ আর রাহমান এর মিউজিক) ২০)তুঝমে রাব দিখতা হে – রুপকুমার রাথোড ( রাব নে বানা দি জোড়ি , এত্তো ঠান্ডা একটা ভালোবাসার গান !! ) ২১)তুঝে দেখা তো ইয়ে –কুমার শানু ( দিলয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে ) ২২)তুম বিন – তুম বিন মুভি’র গান। বিরহ কি, তাহা জানা যায় এই গানটা শুনলে । ইংলিশ ১)এনি’স সং – জন ডেনভার ( ভালোবাসার সঙ্গা এখান থেকে পাওয়া মনে হয় !! ) ২) কেয়ারলেস হুইস্পার – সিথার ( অরিজিনালটা নাই আমার কাছে, নতুন সিথারের টা ছিলো, ভাব্লাম শুনে দেখেন !! ) ৩) কার্নিভাল অভ রাস্ট – পোয়েটস অভ দা ফল ( আমার শুনা এখন পর্যন্ত সবচাইতে ভালোবাসাময় ইংরেজী গান) ৪) কয়েল – ওপেথ ( যারা ব্ল্যাক মেটাল শুনেন, তারা এই নামটার সাথে যথার্থই পরিচিত । তবে, এমন ঠান্ডা ভালোবাসার গান এরা কিভাবে গাইলো , তা এক রহস্য!) ৫)ড্রাইভেন আন্ডার – সিথার ৬) হেয়ার উইদাউট ইউ – 3 doors down ( এই গান শুনেন নাই, এমন প্রেমিক পাওয়া দুষ্কর !! লিরিক্স শুনলে ছুটে চলে যেতে মন চায়, আরেকটু দেখতে মন চায়) ৭)লেট গুডবাই - পোয়েটস অভ দা ফল ৮)টিয়ার্স – এন্সিফেরাম ( অসাধারণ ১ ফিন্নিশ গান , মোহো তৈরী তো হবেই, নেশাও হয়ে যেতে পারে !!) এতো গান নামানোর কথা ভেবেই মনে হয় অনেকে মেজাজ বিগড়ে গেছে! না ভাই, আমি নামাইতে বলিনাই। আমি শুধু আপলোড করেছি, যারা আমার মতো পাগল, তাদের জন্য। সুস্থ্য কাউকে অসুবিধায় ফালানো আমার কাম্য নয় ! দোয়া করবেন আমার জন্য, সামনে প্রি-টেস্ট , এবারো মনে হয় কেমিস্ট্রীতে আমার ফেইল কেউ আটকাইতে পারবেনা : Click This Link

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.