ছুটতে ছুটতে হয়তো অনেকখানি পেছনে ফেলে এসেছি মুহুর্তগুলোকে; তারপরও সময়ের সাথে থাকার দীপ্ত শপথ মোর, জানিনা এই সময় কি মেনে নেবে সেই আমাকে...
একটি ফুলের খোঁজে,
দ্বারে দ্বারে ঘুরে ছেলেটি -
টবের সে ফুল সুন্দর!
গন্ধ নেই;তাই ফুল
ছুঁতে মনে সায় দেয়না।
অলিরা বসেনা সে ফুলে
নেই যে তাতে মধু;
ভ্রমরের দেখা মিলেনা,
প্রজাপতিরা হারিয়ে যায়।
অতঃপর মেয়েটির হাতে ফুল!
বাড়িয়ে দেয় ছেলেটির হাতে,
কাঁটার আঘাতে রক্ত বেরিয়ে
পড়ে, ফুলের রক্তিমতা
প্রকাশিত হয় আবারও।
অবশেষে ভালবাসা মিলে
যায় সেখানে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।