আমাদের কথা খুঁজে নিন

   

ভেজালের ক-ত গুণ / রহমান হেনরী

বাঙলা কবিতা

ভেজাল দেখছি ভেজাল খাচ্ছি ভেজাল নাড়ছি-চাড়ছি; তাইতেই না তুঙ্গকালে ফুরিয়ে যেতে পারছি ! তা না-হলে হতো ? বিশ-বছুরে কিশকিশে চুল বায়াত্তরের মতো ! কে বলেছে ভেজাল ভালো নয়___ ভেজাল ছাড়া এমন মজা হয় ! ভেজাল চাখছি ভেজাল মাখছি ভেজাল নাড়ছি-চাড়ছি তাইতেই না জ্বলে উঠেই নিভে যেতে পারছি ! ভেজাল ছাড়াই খাচ্ছি ধরো____ খাঁটি পায়ের তলায় ক্লিঙ্কারময় মাটি চলতো কেমন করে ? আটাত্তরেও যেতাম ঢুকে গোপিনীদের ঘরে! ভেজাল পড়ছি ভেজাল করছি ভেজাল নাড়ছি-চাড়ছি তাইতেই না যুবকবেলায় বুড়িয়ে যেতে পারছি !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.