সুন্দরী কাঞ্চন[জঙ্ঘা]কে দেখতে
ট্রেনে চেপে বেড়িয়ে পড়লাম ...
কোথায় কোথায় ঘোরা যায়!
সবার উপরে গ্যাংটক
তারপর
দার্জিলিংয়ে কুঁউ-ঝিক্-ঝিক্ টয়ট্রেন
কালিম্পঙের মনেস্ট্রি
কার্সিয়াং শহরটাও বেশ...
চালসার অরণ্যপথ ধরে ডুয়ার্সে ঢুকে পরি!
মালবাজার টুরিস্ট লজ়ে একটু বিশ্রাম
গরুমারা ফরেস্টের পথ ধরে
জলদাপাড়ায় আফিসের কাজে ব্যস্ত হাতি...ছানা আর কি করে! মারই পথ ধরে ....
দুরে গন্ডাররা খুব গম্ভীর বিষয়ে মগ্ন!
একি, বন থেকে সোজা হংকং-এ! ...ওহঃ, শিলিগুড়ির বাজার এটা
কোচবিহারের কি বিশাল রাজবাড়ি!
ওই যে আসামমোড় -আমার বাড়ি
জলপাইগুড়ি রাজবাড়ির গেট
মেঘ পিয়োনের ব্যাগের ভিতর মন খারাপের দিস্তা,
মন খারাপ হলে কুয়াশা হয় ব্যাকুল হলে তিস্তা!
আহাঃ! তিস্তা...তিস্তা
সামনে এযে মহাকাল!
সেবক ব্রিজ
কুঁউ-ঝিক্-ঝিক্....
তিস্তার চর
ঢেউ উঠেছে
শান্তি...শান্তি
চা-বাগানের ফাঁক দিয়ে
জলদাপাড়ায় হলং-বাংলো
ভোরের সফর
নুন খাওয়া হচ্ছে!
বড় বড় ধনেশ দেখে অবাক মেনেছি ....
গরুমারার সাপ!... ওরে, বাপ্ বাপ্!
লম্বা লেজে ময়ুরগুলো উড়ে বেড়ায় - দেখলে অবাক লাগে!
হলং-বাংলো থেকে সার্চ-লাইট ফেলে রাতে বাইসন দেখা
ইনিও দেখা করতে এসেছেন!
তিস্তা বাঁধে আড্ডা
মাঝে আছেন ছোট্ট নদী - করলা
মন খারাপেও সঙ্গী!
সেবক ব্রিজের কাছে
জল্পেশ মন্দির
এখানে শিবলিঙ্গটি মাটির নিচে
অধিবাসী
ছোট্ট সোনা!
শেষে পেটপূজো হয়ে যাক - ‘মোমো’তে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।