২০১৩ সালে আইসা যা মনে হইল অদূর ভবিষ্যতে এইরকম হতে পারে ।
হবু শ্বশুড় আর হবু জামাইয়ের মধ্যে কথোপকথন -
হবু শ্বশুড়ঃ চান্দের দেশে তোমার প্লট আছে ?
হবু জামাইঃ জি না , নাই ।
হবু শ্বশুড়ঃ( মনে মনে ) পোলাতো দেখি পুরাই ব্যাকডেটেড । কি কয় চান্দের দেশে একটা প্লট বুকিং ও দিতে পারে নাই । আবার আইছে আমার মেয়েরে বিয়ে করতে ! ! !
হবু শ্বশুড়ঃ রকেটে কোনদিন কাজ করছো ?
হবু জামাইঃ জি না , করি নাই ।
হবু শ্বশুড়ঃ হায় হায় !! এটাও মাইনাস । রকেটে ওঠার টিকেট আছে ?
হবু জামাইঃ না , নাই ।
হবু শ্বশুড়ঃ তাইলে আমার মেয়ের জন্যে তুমি না (সরাসরি) । যদি চান্দের দেশে একটা প্লট
বুকিং দিতা তাইলে না হয় কনসিডার করতাম । তোমারতো আবাসভূমি পৃথিবী হবে।
আমার মেয়ের আবাসভূমি চান্দে হইতে হইবো ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।