ইহিহিহি!!! নাহ্ এবার আর কেউ অবাক হবেনা,এখন আর কাউকে বলতে হবে না যে আমি কখনো ঢাকায় যায় নি।
আমার ফ্রেন্ড,জুনিয়র, সিনিয়র যার সাথেই গল্প করি না কেন ঢাকার কথা আসবেই,তারা ঢাকায় কি কি করত,কোথায় কোথায় খেতে যেত,শপিংয়ে যেত,চিটাগংয়ে কিছু নেই ঢাকার মত এটসেট্রা এটসেট্রা.....আমি শুনতাম এবং কোন এক পর্যায়ে আমাকে বলতে হত আমি কখনো ঢাকায় যায়নি,আসলে যাওয়ার দরকার হয়নি। আর আব্বু তো যেতেও দিবেনা। তারা অবাক "কি বল ঢাকায় যাওনি এখনো?"ট্রেনে চড়নি?নাআ আমি মাথা নাড়াতে নাড়াতে।
আমার ছোট চাচা গাজিপুর থাকেন অনেক বছর ধরে,আমার এক কাজিনের বিয়ে হল ঢাকায়,আর আমার খুব কাছের কয়েকজন ফ্রেন্ড পড়ে ঢাবিতে।
তাও একবারও ঢাকায় গেলাম না আমি।
কিন্তু এবার ঢাকায় যাওয়ার চান্স এসেই গেল। আব্বুর ও মানা করার সুযোগ নেই আর। কারণ উপলক্ষটা বিজেএসের প্রিলিমিনারি এক্সাম।
বাসায় বললাম ফ্রেন্ডদের সাথে যাবো,কিন্তু আব্বু বলল তোমার সাথে রিফাত যাবে(আমার ছোট ভাই)।
প্রথমবার ট্রেনে চড়বো,আব্বু আমাদের দুই জনকে ট্রেনে তুলে দিয়ে গেলেন,ঠিক সময়েই ছাড়ল ট্রেন,আমি খুব আগ্রহ নিয়ে বসে আছি চারপাশে কত কি দেখব,কিন্তু চিটাগং টু ঢাকা সব জায়গায় একই দৃশ্য মানুষ কি সুন্দর গাড়িতে ঘুমায়,আমার আসেনা,আমার ঘুম খুব চুজি কিনা।
ঢাকায় আসার আগে উপদেশ নামা
#ট্রেনের জানালা বন্ধ রাখতে হবে
#ট্রেন থেকে নেমে বগির পাশে দাঁড়িয়ে থাকবো,যতক্ষণ না দুলাভাই না আসে
#ফোন সাবধানে রাখতে হবে ট্রেন থেকে নামার সময়,টোকাইরা নাকি ফোন নিয়ে যায়
বিমানবন্দর স্টেশনে এসে রিফাতকে বললাম দুলাভাইকে ফোন করতে,আর ও শুনল ওকে আমি নামতে বলেছি,ব্যাগ নামিয়ে রেডিআমরা তো কমলাপুর নামব,এবার আমি বললাম।
ঢাকা এসে গেলাম.....বাড়ির জন্য পেট পুড়ছিল খালি
ঢাকায় গিয়ে তেমন ঘুরতে পারলাম না শুধু ঢাবি ক্যাম্পাস ছাড়াকারণ এক্সাম আর ওই দিনি চাচা এসে গাজীপুর নিয়ে গিয়েছিল আমাদের।
যাই হোক ঢাকা না যাওয়ার অপবাদ তো ঘুচল। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।