আমাদের কথা খুঁজে নিন

   

আমার সৃস্টি আমার সন্তান


আজ আমার সন্তানকে আমি নিজ হাতে কবর দিয়েছি! আচ্ছা,তোমরা সন্তান বলতে কি বোঝ? যাকে তুমি জন্ম দেবে,লালন-পালন করবে? অথবা একটা জীবন্ত মানব শরীরই কি শুধু সন্তান? আমার কাছে আমার সৃস্টিই আমার সন্তান, কিন্তু আমি আজ আমার সেই সন্তানকে- নিজ বিবেকের কাছে কবর দিয়েছি। ভুলে যেতে চাইছি মাথার ভেতরে থাকা মস্তিস্ক নামক জিনিস থেকে ওর সব স্মৃতি। কিন্তু আমি পারছি না, আমার প্রতিটি রক্তকণা আজ চিতকার করে ওর কথা বলছে, প্রতিটি অংগ আজ ওর নাম নিচ্ছে, হৃতপিন্ডের প্রতিটি স্পন্দন ওকে ভেবে আজ থেমে থেমে যাচ্ছে। ক্রমশ আমি হারিয়ে যাচ্ছি আমার নিজ স্বত্তা থেকে, নিজেকে চারপাশ থেকে গুটিয়ে নিতে ইচ্ছে করছে, কেন যেন মনে হচ্ছে,এ সমাজ আমার নয়, এরা আমার সৃস্টিকে আমার কাছে থেকে দূরে নিয়ে গেছে, কাছের মানুষগুলোকেও আজ অনেক অচেনা লাগে। আমার সৃস্টিতো পারতো বড় কিছু করতে, কিন্তু এই সমাজ তা করতে দেয়নি, বরং বর্শার মত ধিক্কার ছুরেছে আমার দিকে, বলেছে, “তুমি কোথাকার কে?” তাই আমার সৃস্টিকে আমি আজ কবর দিয়েছি, নিজ বিবেকের কাছে ওকে আমি ধবংস করেছি। হয়তো আমি ভুল করেছি,অথবা ভুলকে শুধরে নিয়েছি, আসলে আমি নিজেই জানিনা কি করছি, তবু আজ একটি কথা জানি, আমার সৃস্টি আজ মৃত, আর ও আমার সন্তান ছিল।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.