রসুলে পাক(দঃ)বলেছেন,যে ব্যত্তি এ জগতে কোন মোমিনের দুঃখ দূর করে,পরজগতে আল্লাহ তার দুঃখ দূর করবেন এ
দাঁতের মাডির রোগ ও হ্ণদরোগের মধ্যে এক সরাসরি অপ্রত্যাশিত যোগাযোগ থাকতে পারে।বৃটিশ গবেষকরা একথা বলেছেন।৪০ থেকে ৫০ বছর বয়সের লোকদের মধ্যে এই রোগের যোগাযোগের লক্ষণ সবচেয়ে বেশী হবে ধারণা করা হচ্ছে।একটি বৃটিশ ডেণ্টাল জানালে প্রকাশিত এক সমীক্ষায় একথা বলা হয়।সমীক্ষায় বলা হয়,মুখের খারাফ স্বাস্থ্য ধুমপান ও চর্বিযুত্ত খাদ্যের পাশাপাশি উল্লেখযোগ্যভাবে হ্নদরোগের ঝুঁকির কারণ হতে পারে।
এই দু'য়ের মধ্যে যোগাযোগের সবচেয়ে সম্ভাব্য ব্যাখ্যা হচ্ছে যে,দাঁতের মাড়ির রোগের ফলে যে ব্যাকটিরিয়ার জন্ম হয় তাতে রত্তের মধ্যে জমাট বাধাঁ পদাথের উপর প্রভাব সৃস্টি করে।এর ফলে হ্নদরোগের ঝুঁকি বৃদ্ধি করে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।