আমাদের কথা খুঁজে নিন

   

যে সময়টা আমি নাই



যে সময়টা সোনাপাখি কয়না কথা আমার তোমার সকল পথে পড়ে কাঁটা যে সময়টা নিষিদ্ধ ফল গন্ধমের মতো তোমার খিলটি আমার জন্য ভীষন আঁটা যে সময়টা গভীর রাতে,ভর দুপুরে,সন্ধ্যার কালো হাতে যে সময়টা উন্মাদনায় দুঃস্বপ্নতে কাটে যে সময়টা একটি বারও তোমার আমি নই যে সময়টা আগুন জ্বলে বুকের মধ্য খানে অভিমানী শোকের পাহাড় কান্না ডেকে আনে সে সময়টা ভাবতে গিয়ে কলজে ছিড়েঁ যায় প্রেমহীনতার বিজয়মাল্যে কার এমন দায়?? 09.07.2010

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।